রাজবংশী ভোটব্যাঙ্ক ফ্যাক্টর ও অমিত শাহ
তথ্য বলছে, রাজবংশী নেতা তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান মহারাজ অনন্ত রায়ের শক্তি হল তাঁর পক্ষে থাকা ১৮ লক্ষ মানুষের সমর্থন। এই রাজবংশী ভোটের পুরোটাই বিজেপির ঘরে গেলে একুশের যুদ্ধে লড়াই আরও তাগড়া হতে পারে গেরুয়া শিবিরের জন্য।
অনন্তের বাড়িতে ভোজ পর্ব
রাজবংশী ও কোচরা উত্তরবঙ্গে মমতা শিবির থেকে কিছুটা সরে যাচ্ছেন বলে খবর। তার প্রভাব গত লোকসভা ভোটে পড়েছে। এদিকে, এই রাজবংশী ভোটব্যাঙ্ক মূলত এদিক ওদিক যিবি করতে পারেন তাঁর নাম অনন্ত রায়। শুধুমাত্র তাঁর সঙ্গে দেখা করতেই বাংলা সফরের আগে অমিত শাহ যাচ্ছেন অসমে। অসমের চেরাংয়ের সরবতিগাঁওতে অনন্তের বাড়ি। সেখানে প্রাতরাশ সেরে অমিত শাহ পা রাখবেন কোচবিহারে। প্রসঙ্গত, নিজেকে
কোচবিহারের রাজা বলে আখ্যা দেওয়া অনন্ত এখন অসমে থাকেন। তার কারণ তাঁর বিরুদ্ধে বহু মামলা চলছে। বাংলার সরকারের চোখে তিনি 'ফেরার'। এদিকে অনন্ত চাইছেন তাঁর অজ্ঞাতবাস ঘুচিয়ে রাজপ্রাসাদে ফিরতে। ফলে সেই জায়গা থেকে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ।
অমিত-অনন্ত গোপন বৈঠক ও ভোজ
শোনা যাচ্ছে অনন্তের বাড়িতে অমিত শাহ ৩০ মিনিট একটি বৈঠক করবেন। এরপর অমিত শাহের পাতে উঠতে চলেছে রাজবংশী খাবার। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাতরাশে উঠবে চালের পিঠে থেকে নারকেলের নাড়ু।
অমিত শাহের মধ্যাহ্নভোজে কী থাকবে?
শোনা যাচ্ছে, অমিত শাহকে আপ্যায়নে মধ্যাহ্নভোজ আজ ছিমছাম। ভাত, ডাল, পটলভাজা, পনির,চাটনি, দই , মিষ্টি সহকারে আজ মধ্যাহ্ন ভোজ সারছেন অমিত শাহ। ফলে আপাতত অনন্ত পত্নী সাবিত্রী রাই ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়নে।