‘দক্ষ অভিনেতার ছাপ রেখেছেন প্রধানমন্ত্রী’, মোদীর গুলাম শোকের তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা শশী থারুরের

দুদিন আগেই বন্ধু বিদায়ে প্রধানমনত্রী নরেন্দ্র মোদীর চোখে জল দেখেছে গোটা দেশ। মঙ্গলবারই বিদায়ী সাংসদদের নিয়ে কথা বলতে গিয়ে বন্ধু তথা বিরোধী দলনেতা গুলাব নবি আজাদের প্রসঙ্গে আবেগে ভাসলেন মোদী। রাজ্যসভায বক্তব্য রাখতে গিয়ে কেঁদেও ফেলতে দেখা যায় তাকে। যা নিয়ে বিস্ত চর্চা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে রাজনীতিতে শাসক-বিরোধী আকচাআকচির মধ্যে এই ছবি বিরল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবুও তারমাঝেও মোদীকে কটাক্ষ করতে ছাড়ছে বিরোধীরা।

মঙ্গলবারই সংসদে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী

এদিকে মঙ্গলবার কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা গুলাম নবি আজাদকে বিদায়ী সংবর্ধনা দিতে গিয়ে মোদী বলেন, " আমি আপনাকে আমি অবসর নিতে দেব না। আপনার পরামর্শ সবসময় নিতেই থাকব। আপনার জন্য আমার দরজা সর্বদা খোলা।" একথা বলতে গিয়েই রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে আবেগের স্রোতে ভাসতে দেখা যায় মোদীকে।

মোদীকে আক্রমণ সেলিমের

কিন্তু মোদীর গুলাম শোককে কার্যত ‘শৈল্পিক অভিনয়' বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা শশী থারুর। এদিকে গতকালই এই প্রসঙ্গে মোদীকে আক্রমণ করতে দেখা যায় সিপিআইএম নেতা মহম্মদ সেলিমকে। তীব্র ভাষায় কটাক্ষ করতে দেখা যায় তাকেও।বেনজির আক্রমণ করে মোদীকে তিনি বলেন, " এটা কুমিরের কান্না নয়। বিজেপি সবাইকে কিনতে, বিক্রি করতে পেরেছে। গুলাম নবি আজাদকে কিনতে পারেনি। সেই আক্ষেপ থেকেই এই কান্না।"

নিপুন দক্ষতার সঙ্গে অভিনয় করতে সিদ্ধহস্ত মোদী

এদিকে শশী থারুরের কথায়, " নিপুন দক্ষতার সঙ্গে অভিনয় করতে মোদী সিদ্ধহস্ত। এই কান্না আদপে তাঁর শৈল্পিক দক্ষতারই পরিচয় মাত্র।" প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লির কৃষক আন্দোলন ঠেকাতে গত কয়েক সপ্তাহ ধরে যে ভাবে আগ্রাসী ভূমিকা নিতে দেখা গিয়েছে কেন্দ্রকে সেই প্রসঙ্গে বলতে গিয়ে কয়েকদিন আগেই রীতিমতো কাঁদতে দেখা যায় ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। সেই প্রসঙ্গ টেনেও এদিন মোদীকে খোঁচা দেন শশী।

তুলে আনেন রাকেশ টিকাইতের কান্নার প্রসঙ্গ

এদিকে কেকদিন আগেই গাজীপুর সীমান্তে পুলিশি হেনস্থা, তাদের করুণ অবস্থার কথা বলতে গিয়েও আবেগতাড়িত হয়ে পড়তে দেখা যায় জনপ্রিয় কৃষক নেতা রাকেশ টিকাইত। এদিন সেই প্রসঙ্গ টেনেও মোদীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন শশী থারুর। তাঁর কথায়, " মোদীর কান্না আদপে রাকেশ টিকাইতের কান্নার পাল্টা প্রতিচ্ছবি মাত্র। উনি দেখাতে চাইলেন শুধুমাত্র কৃষকরাই নয়, তিনিও কাঁদতে পারেন।"

যোগীকে মাত দেওয়ার রসদ খুঁজে পেলেন প্রিয়াঙ্কা গান্ধী, ফের মাথা তুলে দাঁড়াতে পারবে কংগ্রেস?

More RAJYA SABHA News