বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মোদীর ভারত, অকপট স্বীকারোক্তি বাইডেনের আমেরিকার

বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারত। অকপটে ভারতের শক্তিবৃদ্ধিকে মান্য়তা দিয়ে বন্ধুত্ব আরও দৃঢ় করার হাত বাড়িয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের শক্তিবৃদ্ধিকে স্বাগতও জানিয়েছে জো বাইডেনের প্রশাসন। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক এলাকায় ভারত যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বন্ধু, তাও মনে করিয়ে দিল ওয়াশিংটন।

ভারতের শক্তিবৃদ্ধিকে স্বাগত

এদিন এই বিষয়ে বলতে গিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, 'ইন্দো-প্যাসিফিক এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ পার্টানার হল ভারত। আমরা ভারতের শক্তিবৃদ্ধিকে স্বাগত জানাই। তাছাড়া সার্বিক ভাবে ভারত ইন্দো-প্যাসিফিক এলাকায় স্থিতি বজায় রাখার ক্ষেত্রে অন্যতম দায়িত্ববান দেশ। তারা সেই এলাকার শান্তি এবং সুরক্ষা সুনিশ্চিত করে।'

ভারত-মার্কিন অংশিদারিত্ব

এরপর ভারত-মার্কিন অংশিদারিত্ব নিয়ে কথা বলতে গিয়ে নেড প্রাইস বলেন, 'আমরা বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে থাকি। প্রতিরক্ষা, সুরক্ষা, কূটনৈতিক বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করে থাকি। এছাড়া ইন্দো-প্যাসিফিক এলাকায় সন্ত্রাস বিরোধী অপারেশন এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে একসঙ্গে কাজ করে দুই দেশ। এছাড়াও স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা, প্রযুক্তি, কৃষি, মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রেও ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করে।'

ভারতের সব থেকে বড় বাণিজ্যিক বন্ধু আমেরিকা

এদিকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের অস্থায়ী সদস্যপদকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া প্রাইস এও মনে করিয়ে দেন যে ভারতের সব থেকে বড় বাণিজ্যিক বন্ধু হল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৯ সালেই ভারত-মার্কিন বাণিজ্যের পরিমাণ ১৪৬ বিলিয়ন ডলার। এদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের আলোচনার প্রসঙ্গটিও তুলে ধরেন।

ভারতের পাশে থাকার বার্তা দিল আমেরিকা

এদিকে লাদাখ দ্বন্দ্বে ভারতের পাশে থাকার বার্তা দিল আমেরিকা। এদিন নেড প্রাইস বলেন, 'আমাদের কাছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। আমরা স্বাগত জানাই বিশ্ব শক্তি হিসেবে ভারতের উত্থানকে৷ আমরা ভারতকে কূটনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে ভারতকে সবরকম সহযোগিতা করব। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। দুই দেশের সরকারের পারস্পারিক আলোচনা সম্পর্কেও আমরা অবগত। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকেই সমর্থন করি।'

ধাক্কা খেয়েই চলেছে মিম! মালদায় ওয়েইসির দল ছেড়ে তৃণমূলে শতাধিক, কতটা চিন্তায় বিজেপি?

More LADAKH News