মহুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ বিজেপির
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে নিয়ে এর আগে মহুয়া মৈত্রর এক আপত্তিকর মন্তব্য নিয়ে বিজেপি আগেই সরব হয়েছে। এরপর এদিন লোকসভায় বিজেপি সাংসদ পিপি চৌধুরী মহুয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনেন। অপর বিজেপি সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ কেড়ে নেওয়ার দাবি জানান।
সৌগত 'দাদা'কে মোদীর খোঁচা
এদিকে, এর আগে সৌগত রায়কে খোঁচা দিয়ে মোদী বলতে শুরু করেন, ' দাদা ভাষণ ভালো দিলেন। আমি ভেবেছিলাম দাদা, আপনি অনেক অভ্যাস করে এসেছেন। অনেক ভালো ভালো কথা শুনে পাব। কিন্তু আপনারা তো বেশি সময় এতেই কাটেই দিলেন যে বাংলায় প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীরা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন তার আলোচনায়।'
'আপনার জ্ঞান থেকে বঞ্চিত হলাম'
এদিন তুমুল কটাক্ষের সুরে সৌগতকে টার্গেট করে মোদী বলেন,' দাদা, এবার আপনার জ্ঞান থেকে বঞ্চিত হলাম। ভোটের পর সুযোগ এলে আপনার কাছে শুনে নেব।' পাশাপাশি তিনি বাংলায় কেন বারবার যাচ্ছেন তার উত্তর দিয়ে জানান, পশ্চিমবঙ্গ 'একটি গুরুত্বপূর্ণ প্রদেশ।.. নয়তো আপনারা তো বাংলাকে এতটাই পিছনে ফেলে দিয়েছেন... আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। '
'স্পেন্ড ইট লাইক সীতারমন'
এদিকে, সৌগত রায়ের বক্তব্যে এদিন কেন্দ্রীয় বাজেটের প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, বাজেটটি দেশের পক্ষে ইতিবাচক হয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরকে তিনি 'হিন্দি ট্রান্সলেটার' বলে কটাক্ষ করেন। আর সেই সূত্র ধরে অর্থমন্ত্রীর সমালোচনা করেন সৌগত রায়। মোদী ব্রিগেডকে তোপ দেগে তাঁর দাবি, করে-এর ক্ষেত্রে ছাঁটকাট করা তো হয়ইনি এবছর, অন্যদিকে ভুল খাতে খরচ হয়েছে বলে তিনি ইঙ্গিত দেন। সেই সূত্র ধরেই সৌগত রায়ের বক্তব্য 'স্পেন্ড ইট লাইক সীতারমন।'