মমতার 'রয়্যাল বেঙ্গল' মন্তব্যের জবাবে 'ম্যান ইটার' তোপ! বাংলা থেকে ভিন রাজ্য়ে ফিরেই বিজেপি নেতা সরব

'যদি বাঁচি তবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো করে বাঁচব', বহরমপুরের সভা থেকে এমনই বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। এবার সেই মন্তব্য নিয়ে বাংলা থেকে নিজের রাজ্যে প্রবেশ করে পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র।

'বন্দুকের সামনে পড়েছি'.. বরহমপুরে ঠিক কী বলেছিলেন মমতা ?

বহরমপুরের সভায় মমতা বলেছিলেন, ' আমায় দেখুন। আমর সারা শরীরে আঘাতের চিহ্ন অপারেশন হয়েছে। আমি বন্দুকের মুখে লড়াই করা মানুষ। ধান কেনার প্রক্রিয়া শুনছি কেউ কেউ আটকে দিচ্ছে। যদি কেউ বাধা দেয়, তাহলে আমার থেকে কঠোর কেউ হবে না। যতক্ষণ বাঁচবো নাথা উঁচু করে বাঁচবে। যতদিন বাঁচবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচব। '

বাংলায় ১৩৪ বিজেপি কর্মীর মৃত্যু ও নরোত্তম মিশ্র

এদিন, মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা বাংলার পর্যবেক্ষক নরোত্তম মিশ্র বলেন, পশ্চিমবঙ্গে ১৩৪ জন বিজেপি কর্মী অন্ততপক্ষে সমারা গিয়েছেন। এরপরই তিনি মমতার মন্তব্যকে কটাক্ষ করে বলেব, রয়্যাল বেঙ্গল টাইগান এখন ম্যান ইটার হয়ে গিয়েছেন।

ভোট 'ঝড়' আর গণনার দিন 'সুনামি'

নরোত্তম মিশ্র মধ্যপ্রদেশে পা রেখে বলেন, পশ্চিমবঙ্গে এখন বদলের প্রবল স্রোত। কার্যত সেই রাজ্যে ভোট হল 'ঝড়' আর ভোট ফলাফলের গণনার দিন হবে 'সুনামি'। পাশাপাশি তিনি দাবি করেন যে বাংলায় এখন শুধুই দুর্নীতি ও মাফিয়া রাজ চলছে।

৪৮ আসন ও নরোত্তমের বার্তা

বাংলার মাচিতে এসে একাধিক বিতর্কিত মন্তব্য নরোত্তম মিশ্রর কণ্ঠে আগেই শোনা গিয়েছে। বাংলায় ২৯৪ আসনের মধ্যে তিনি ৪৮ টি আসনের দায়িত্বে রয়েছেন। আর তাঁর দাবি বিজেপি এবার বাংলায় বিপুর ভোটে জিতবে।

সংসদে মোদীর বক্তৃতার সময় গলা চড়ালেন অধীর, আইন ফেরানোর দাবিতে ওয়াকআউট রাহুলদের

More MAMATA BANERJEE News