ফের উর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১,০৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১,০৮,৫৮,৩৭১ জন। বেড়েছে সুস্থতার সংখ্যাগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৩,০৮৭ জন। দেশে করোনা টিকাকরণের সংখ্যাও বেড়েছে। এখনও পর্যন্ত ৬৬,১১,৫১১ জনের টিকাকরণ হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে রাজ্য।
ফের বাড়ল দেশের করোনা সংক্রমণ। গত কয়েকদিনে সংক্রমণে পতন অনেকটাই আশা জাগিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। গতকালই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ১৫টি রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একটি মৃত্যুও হয়নি। তাতে আরও আশার আলো দেখছিলেন দেশবাসী। কিন্তু সেই আশা দীর্ঘস্থায়ী হল না। ২৪ ঘণ্টায় ফের করোনা গ্রাফ উর্ধ্বমুখী হল। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই বেড়েছে। ৯ হাজার থেকে এক ধাক্কায় বেড়ে ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে।
দেশের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৯৪ জন। গত কয়েকদিন ধরেই করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১০০-র নীচে রয়েছে। সেটা ৮০-র ঘরেই ঘোরাঘুরি করছিল। কিন্তু আজ সেটা আবার ১০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৯৪ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা অবশ্য কমেছে। দেশে এখন করোনা আক্রান্ত অ্যাক্টিভ রোগী রয়েছেন ১,৪১,৫১১ জন।
করোনা সংক্রমণ বেড়েছে রাজ্যগুলিতেও। কলকাতা, মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। নতুন করে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দ্রুত করোনা টিকা করণের কাজ চলছে গোটা দেশে। এখনও পর্যন্ত ৬৬,১১,৫৬১ জন রোগীর করোনা টিকাকরণ হয়েছে।