বিশ্বের দুই প্রান্ত কেঁপে উঠল ভূমিকম্পে! ইন্দোনেশিয়া , লয়্যালটি আইল্যান্ডে আতঙ্ক

ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ড এদিন প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে। এদিন ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেরে ৬.২ । অন্যদিকে মার্কিন মুলুকের লয়্যালটি আইল্যান্ড এদিন কেঁপে ওঠে ভূমিকম্পে। সেখানে কম্পন্রে তীব্রতা ছিল ৭.৭ ।

ইন্দোনেশিয়ার ক্ষেত্রে যদিও কোনও সুনামি সতর্কতা শোনা যায়নি। তবে, রিখটার স্কেলে ৭.৭ কম্পন্রে তীব্রতা নিয়ে লয়্যালটি আইল্যান্ড রীতিমতো আতঙ্কে। মনে করা হচ্ছে সেখানে কম্পনের যে তীব্রতা ছিল , তার ক্ষয়ক্ষতি করার ক্ষমতা ব্যাপক। এই নিয়ে এলাকায় পর পর ৮ টি ভূমিকম্প হয়ে গিয়েছে। ১০০ মাইলের মধ্যে সেখানে ৩.০ রিখটার স্কেলে পর পর ভূমিকম্প হয়েছে।

এদিকে, লয়্যালটি আইল্যান্ডে স্থানীয় সময় ভোর ৫ টা নাগাদ এই ঘটনার সঙ্গে সঙ্গেই ইন্দোনেশিয়ায় ৭:৫২ মিনিট (স্থানীয় সময়) নাগাদ আরও একটি ভূমিকম্প হয়। প্রতিনিয়ন সিসেমিক ও অগ্নুৎপাত সংক্রান্ত ঘটনা এই এলাকায় ঘটতেই থাকে। পেসিফিকের রিং অফ ফায়ার এলাকার কাছে অবস্থানের জন্য এমনটা হয়। প্রসঙ্গত, গত মাসে ১০০ জন প্রায় মারা গিয়েছিলেন মামুজুর সুলায়েসি আইল্যান্ডে ভূমিকম্পের জেরে। সেখানে কম্পনের তীব্রতা ছিল ৬.২।

More EARTHQUAKE News