কৃষক আন্দোলনকে মোদীকে পাল্টা খোঁচা অধীরের! কংগ্রেসের ওয়াকআউটের পর বহরমপুরের নেতা দাগলেন তোপ

এদিন সংসদের অন্দরে কংগ্রেস সহ বিরোধীরা এদিন কার্যত প্রধানমন্ত্রী মোদীর ভাষণে তুমুল হইচই শুরু করে। কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী এই বিরোধিতা ঘিরে সুর চড়া করেন। এরপর প্রধানমন্ত্রীর ভাষণের মাঝেই অধীর চৌধুরীর নেতৃত্বে সংসদ থেকে ওয়াক আউট করে। এদিকে কৃষক বিক্ষোভ নিয়ে সুর চড়া করতে থাকেন প্রধানমন্ত্রীও।

আন্দোলনকারী,পবিত্রতা ও মোদী

সংসদে মোদী এদিন বলেন, 'আমি মনে করি কৃষকদের আন্দোলন একটি পবিত্র বিষয়। তবে আন্দোলনজীবীরা একে হাইজ্যাক করে নিয়েছে। ' এর সঙ্গে মোদী বলেন, যাঁরা গুরুতর অপরাধে জেলের মধ্যে বন্দি তাঁদের ছবি তুলে ধরা হচ্ছে। টোল প্লাজায় কাজ করতে দেওয়া হচ্ছে না। টেলিকম টাওয়ার ভেঙে দেওয়া হচ্ছে, এগুলো কি ঠিক?

অধীরের তোপ

এদিকে, অধীর চৌধুরী জানিয়েছেন যে 'কৃষকদের হত্যা নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম, প্রধানমন্ত্রী তা নিয়ে কিছু বলেননি। সেই কারণেই ওয়াক আউট।'

মোদীকে পাল্টা প্রশ্ন অধীরের

কংগ্রেসের ওয়াকআউটের পর সোনিয়া শিবিরকে কটাক্ষ করে পর পর তোপ দাগেন নরেন্দ্র মোদী। এদিকে ওয়াক আউটের পর অধীর চৌধুরী বলেন, 'তিনি (মোদী) সহমত পোষণ করেছেন যে কৃষি আইনে সংস্কার দরকার। তবে তাতে কিছু রাজ্য সুবিধা পাবে, কিছু পাবে না। এমন আইন কেন নিয়ে আসা হয়েছে, যা সকলের সুবিধা দেবে না ?'

আঠারো শতকের ভাবনা ২১ শতকের বুকে!

মোদী এদিন বলেন, দেশের উন্নতি কিছুতেই সম্ভব নয় যেখানে আঠেরোশো শতকের ভাবনা নিয়ে ২১ শতকে চলতে হবে। আর সেই কারণেই এমন আইন। মোদী বলেন, কেউ চায়না যে কৃষকরা অনাহারে থাকুন। তিনি বলেন, কৃষকদের যাতে কারোর ওপর নির্ভর করতে না হয়, তারজন্য এমন আইন।

'অধীরজি এবার বাড়াবাড়ি হচ্ছে, তৃণমূলের চেয়ে আপনিই বেশি পাবলিসিটি পাবেন', সংসদে বিষাক্ত খোঁচা মোদীর

More FARMER News