পিসি আর ভাইপোর গুন্ডামি সবাই জানে, একুশের ভোটে পরিবর্তনের বার্তা নাড্ডার

পিসি আর ভাইপোর গুন্ডামি সবাই জানে। সবাই মা-মাটি-মানুষের সরকারকে ধন্যবাদ দেয়। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হবে। কলাইকুন্ডায় চা চক্রে যোগ দিয়ে বুধবার সাত সকালেই তৃণমূলকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি জেপি নাড্ডা। তিনি বলেন, বিজেপি এলে সবাই সব পরিষেবা পাবে।

জেপি নাড্ডা এদিন বলেন, মমতাদি আপনার এত গোঁসা কেন? জয় শ্রীরাম বললেই কেন আপনি রেগে যাচ্ছেন। আপনার এবার চলে যাওয়ার সময় এসেছে। ২০২১-এর ভোটে বাংলায় পরিবর্তনের সরকার আসছে। বিজেপির হাত ধরেই আসবে প্রকৃত পরিবর্তন। আপনি আর কিছু করেই বিজেপিকে আটকাতে পারবেন না

এদিন বাংলা ভাষায় জনতার উদ্দেশ্যে নাড্ডা বলেন, মিত্র, আপনারা আয়ুস্মান ভারতের সুবিধা পাচ্ছেন কি? পাচ্ছেন কি কৃষক সম্মান নিধির সুবিধা? জানিয়ে পাচ্ছেন না। এবার আপনারা পাবেন। রাজ্যের বিজেপির সরকার প্রতিষ্ঠা হলেই সব সুবিধা আপনারা পাবেন। আর মাত্র কয়েকটা মাসের ব্যবধান।

বিজেপির সর্বভারতীয় সভাপতি বুধবার চা চক্রে যোগ দিয়ে বলেন, এত মানুষের উপস্থিতি দেখে আমি অভিভূত হয়েছি। এবার আর কেউ আমাদের রুখতে পারবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। রাজ্যে পরিবর্তন আসছেই। আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ব।

More JP NADDA News