কমিশনের আভাস
রাজ্যে ভোট নিরাপত্তার পরিস্থিতি পর্যালোচনা করে আগেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতা সফর করেছে। সেখানে বাংলার বিভিন্ন কোণের প্রশাসনিক আধিকারিক থেকে রাজ্য়ের সর্বোচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নও তোলে কমিশন। এদিকে কমিশন সূত্রে একাধিক কলেজকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের জন্য । ফলে ভোট দামামা যে বাজতে চলেছে তা বলাই বাহুল্য।
মমতার ইঙ্গিত
মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছিলেন যে ৭ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্ভবত ভোটের দিনক্ষণ ঘোষিত হয়ে যেতে পারে। ফলে ধরে নেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বসন্তের আবহেই ভোট উত্তাপের পারদ চড়িয়ে বাংলার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দেবে কমিশন।
বাংলায় কত দফায় ভোট?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বাংলায় ভোট ছয় থেকে ৭ দফায় হতে পারে। এমনই তথ্য কমিশন সূত্রে। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র ১৫ ফেব্রুয়ারি পাওয়া যাবে বলে খবর। শোনা যাচ্ছে বাংলার ভোটের নির্ঘণ্ট সেদিনই ঘোষিত হতে পারে।
কমিশনের সামনে কোন লক্ষ্য?
অসম ও বাংলার ভোট পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টিতে নজর রেখে ইতিমধ্যেই কমিশন দুটি রাজ্য পরিদর্শন করেছে। বাংলায় কমিশনের ফুল বেঞ্চ আসে। এরপর কেরল, পুদুচেরি, ও তামিলনাড়ুর পরিস্থিতি পরিদর্শন করার পরই ভোট নির্ঘণ্ট ঘোষিত হবে বলে খবর।