কমিশনের তিনজন আধিকারিককে সরানো হয়েছিল
সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনে তিনজন আধিকারিককে সরানো হয়েছিল৷ তাঁদের জায়গায় বিজিতকুমার ধর, সৌরভ বারিক এবং অরিন্দম নিয়োগী যোগ দিলেন নতুন আধিকারিক পদে। তবে, তাঁদের কোন দফতরে স্থানান্তরিত করা হতে পারে, সে খবর এখনও পরিষ্কার হয়নি। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কমিশনের আধিকারিক শৈবাল বর্মনকে পাঠানো হয়েছে অর্থ দপ্তরে৷ অনামিকা মজুমদারকে পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তরে এবং অমিতজ্যোতি ভট্টাচার্যকে পাঠানো হয়েছে গ্রিভান্স সেলে।
ভোটের প্রক্রিয়া শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা
বিধানসভা ভোটের প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা৷ চলতি মাসের শেষের দিকেই এই রাজ্যের জন্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন৷ সেই ভোট প্রক্রিয়ার পুরোটাই যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হয়, সেই দাবি বরাবরই তুলে এসেছে বিজেপি। এই দাবি নিয়ে বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সদর দফতরেও যান বিজেপি নেতারা।
'রাজ্য প্রশাসনের হাতে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দায়িত্ব না থাকে'
জানা গিয়েছে যে কমিশনের কাছে বিজেপির নেতারা দাবি করেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে রাজ্য পুলিশ ও রাজ্য প্রশাসনের হাতে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দায়িত্ব না থাকে৷ কেন্দ্রীয় পর্যবেক্ষকরা যাতে এই বিষয়টি দেখেন৷ আর নির্বাচনী প্রক্রিয়ায় যেন কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত চূড়ান্ত হয়৷ কমিশনের কাছে ওই প্রতিনিধি দলের তরফে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়৷ তাতে রাজ্যের পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে৷