সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭১, ৮১৫
বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭১, ৮১৫ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,৩৮৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৫৭, ২০৮ জন। গত ২৪ ঘন্টায় ২৮৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায় ( ৬৬), এরপরেই রয়েছে কলকাতা (৬৩)। এরপরেই রয়েছে হাওড়া (১৫) ।
সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। তারপর রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৫০ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ০, কোচবিহারে ১, দার্জিলিং ৫, কালিম্পং ০ , জলপাইগুড়ি ১, উত্তর দিনাজপুরে ৩, দক্ষিণ দিনাজপুরে ০, মালদহ ১, মুর্শিদাবাদে ২, নদিয়া ৭, বীরভূম ২, পুরুলিয়া ৫, বাঁকুড়ায় ৪, ঝাড়গ্রাম ০, পশ্চিম মেদিনীপুরে ১, পূর্ব মেদিনীপুর ২, পূর্ব বর্ধমান ৪, পশ্চিম বর্ধমান ৭, হাওড়া ৬, হুগলিতে ১১, উত্তর ২৪ পরগনায় ৬১, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত মঙ্গলবার কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৮ ও ২৯ জন।
খানিকটা বেড়েছে সুস্থতার হার
মঙ্গলবারের তুলনায় বুধবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৭. ৪৩ % । বুধবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৪৫% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৭. ২৭% । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৩%-এ।
মৃত্যু হয়েছে ৫ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। বৃহস্পতিবার ৪, শুক্রবার ২, শনিবার ১, রবিবার ৫, সোমবার ২, মঙ্গলবার ৬ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,২২০-তে।
কলকাতায় মৃত্যু ৩০৮৩ জনের
এদিন যে ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে একজনও কলকাতার নন। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩০ ৮৩ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৪৯৩ জনের। এদিন সেখানে ২ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১০৪৪ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৭১৪ জনের মৃত্যু হয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনায় ১, পূর্ব বর্ধমানে ১ এবং উত্তর দিনাজপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ২১, ৬০৮ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ২০, ৪৫৬ টি স্যাম্পেল। সোমবার ১৭,১১৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৮২, ০৯, ৮৯২ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৯৬ %।