মমতাকে আক্রমণ রাজ্যপালের
ভোট যত এগিয়ে আসছে তত মমতা প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় ফের পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের প্রশাসনের জন্যই মানুষ ভয়ে রয়েছেন বলে খোঁচা দিয়েছেন রাজ্যপাল। মানুষকে ভয়মুক্ত করাই আইনশৃঙ্খলার দায়িত্ব।কিন্তি এই মুহূর্তে রাজ্যের মানুষ ভয়মুক্ত নন বলে দাবি করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভয়ে রাজ্যের মানুষ কথাই বলতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।
রাজ্যপালকে নিশানা কল্যাণের
রাজ্যপালের এই মন্তব্যের পর পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেছেন, রাজ্যের মানুষ যত না ভয় পেয়ে আছেন তার থেকে অনেক বেশি মানুষকে ভয় পাইয়ে দিচ্ছেন রাজ্যপাল। রাজ্যপালের পোশাক পরে মানুষের মনে ভীতি তৈরি করে দিচ্ছেন রাজ্যপাল। প্রকাশ্যে রাজ্যপালকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
মমতা সরকারের পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। তিনি অভিযোগ করেছিলেন পুলিশ প্রশাসনকে রাজনৈতিক সুপারি দেওয়া হচ্ছে। রাজ্যের পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। শাসক দল পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা বিপন্ন হচ্ছে বলে একাধিক বার টুইটে অভিযোগ করেছেন রাজ্যপাল
স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ
রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও নালিশ ঠুকেছেন। জেপি নাড্ডার উপর হামলার ঘটনার প্রতিবাদে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন রাজ্যপাল। মমতা সরকারকে বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানিয়ে এসেছিলেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালকে আক্রমণ করে মমতা বলেছিলেন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে।