সোনার দাম রেকর্ড মূল্য থেকে অনেকটাই সস্তা! ১০ ফেব্রুয়ারি কলকাতায় কোথায় দাঁড়াল দর

সোনার দাম গত ২০২০ সালের অগাস্টে রেকর্ড ৫৬ হাজারের গণ্ডি পেরিয়ে যায়। সেই রেকর্ড এরপর আর ছুঁতে পারেনি ২০২১ সালের ফেব্রুয়ারি ১০ পর্যন্ত সোনার বাজারের ট্রেন্ড। এদিকে গত কয়েকদিন সোনার দাম হু হু করে পড়তে দেখা গিয়েছে। তবে সেই তুলনায় আজ একটু চড়া সোনার দাম।

সোনার দাম ১০ ফেব্রুয়ারি

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এপ্রিল) ০.২ শতাংশ বেড়েছে । ফলে ১০ গ্রামে এদিন সোনার দাম ৪৮,০৫০ টাকা হয়েছে। এদিন সোনার দাম ১০ গ্রামে ১২২ টাকা বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন গত কয়েকদিন ডিসেম্বরের ট্রেন্ড ধরে সোনার দামের পতন হলেও এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে সোনার দাম। চিনের মতো শহরে নববর্ষকে সামনে রেখে সোনার চাহিদা বাড়ছে। ফলে সোনায় বিনিয়োগ এখন মন্দ হবে না।

রুপোর দাম

১০ ফেব্রুয়ারি রুপোর দাম ১ কেজিতে বেড়েছে ১৫৪ টাকা। শতাংশের বিচারে রুপোর দাম এদিন ০.২৫ শতাংশ বেড়েছে। ফেল ১০ কেজিতে আজ রুপোর দাম ৬৯,৮৫০ টাকা।

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম এদিন ৪৭, ৩৪০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে দাম হয়েছে ৫০,০৩০ টাকা। ফলে কলকাতার দরের ট্রেন্ড বিয়ের মরশুমে তাৎপর্য রাখছে।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,২৮০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,৩৬০ টাকা। মুম্বইতে ২২ক্যারেটে সোনার দাম ৪৭,০১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,০১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১১৬০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

ফের ঘূর্ণাবর্তের সঙ্গে শৈত্যপ্রবাহ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

More GOLD News