কথা বলতে বলতে এক সময় কেঁদে ফেলেন নরেন্দ্র মোদী
কথা বলতে বলতে এক সময় কেঁদে ফেলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে বলেন , 'গুলাম নবিজি-র পর এই পদ যিনি সামলাবেন তার অসুবিধা হবে। গুলাম নবিজি শুধু দলের জন্য চিন্তা করতেন না, দেশের জন্যও চিন্তা করতেন। উনি খুব দৃঢ়তার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন।'
জম্মু ও কাশ্মীরের চার সাংসদের মেয়াদকাল শেষ হচ্ছে
এদিন জম্মু ও কাশ্মীরের চার সাংসদের মেয়াদকাল শেষ হচ্ছে। মেয়াদ শেষ হচ্ছে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদেরও। তাঁর সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবন হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলতে বলতে এক সময় কেঁদেই ফেলেন মোদী। মনে করা হচ্ছে যে গুলাম নবি আজাদ এর পরে কেরল থেকে রাজ্যসভার সদস্য হওয়ার চেষ্টা করতে পারেন।
'আমি বহু বছর ধরেই গুলাম নবি আজাদকে চিনি'
এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আমি বহু বছর ধরেই গুলাম নবি আজাদকে চিনি। আমরা একসাথে মুখ্যমন্ত্রী ছিলাম। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগেই আমরা বহু বিষয়ে আলোচনা করেছি। তখন সেই সময় আজাদজি রাজনীতিতে খুব বেশি সক্রিয় ছিলেন। তাঁর আরও এক আবেগের নাম- বাগান, এর সম্পর্কে অনেকেই জানেন না।'
'গুলাম নবি আজাদে এবং প্রণব মুখোপাধ্যায়ের প্রচেষ্টা কখনও ভুলব না'
এদিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'সন্ত্রাসী হামলার কারণে যখন গুজরাতের লোকেরা কাশ্মীরে আটকে গিয়েছিল তখন আমি গুলাম নবি আজাদে এবং প্রণব মুখোপাধ্যায়ের প্রচেষ্টা কখনও ভুলব না। গুলাম নবিজি ক্রমাগত খবর নিতে থাকছিলেন। তিনি এতটাই উদ্বিগ্ন ছিলেন যে মনে হয়েছিল তাঁর নিজের পরিবারের সদস্য।'