'কংগ্রেস না আনলে আমরা আপনাকে আনতে প্রস্তুত '
এদিন চার বিদায়ী সাংসদকে নিয়ে বলতে উঠে রাজ্য়সভায় বহু সাংসদের মুখেই গুলাম নবি আজাদকে নিয়ে বক্তব্য উঠে আসে। আরপিআই পার্টির নেতা তথা সাংসদ রামদাস অথওয়ালে বলেন, কংগ্রেসের উচিত রাজ্যসভায় গুলাম নবি আজাদকে ফের আনা। কারণ, রাজ্যসভায় প্রয়োজন রয়েছে আজাদের মতো নেতাদের। এরপর রামদাস অথওয়ালে বলেন, যদি কংগ্রেস না আনে ,তাহলে তাঁর দল আরপিআই আজাদকে সংসদে আনবে। অথওয়ালের এই বার্তা শুনে খানিকটা আবেগ তাড়িত আজাদ হেসে ফেলেন।
'আমি ভাগ্যবান পাকিস্তানে যাইনি'
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এদিন সংসদে নিজের বিদায়ী বক্তৃতায় গুলাম নবি আজাদ বলেন, 'আমি ভাগ্যবান যে আমি কখনও পাকিস্তান যাইনি। আমি যখন পাকিস্তানের ঘটনাবলী পড়ি, আমি গর্ব অুভব করি যে আমি হিন্দুস্তানি মুসলিম।'
'ভারতের প্রতিটি মুসলিমের গর্বিত হওয়া উচিত'
গুলাম নবি আজাদ এদিন বলেন, ভারতের প্রতিটি মুসলিমের গর্বিত হওয়া উচিত যে তাঁরা ভারতীয় মুসলিম। এরসঙ্গেই গুলাম নবি আজাদ বলেন, বিরোধী ও শাসকদল ক্রমাগত লড়াই করে যেতে পারে না। মানুষ আমাদের এখানে প্রতিনিধি করেছেন তাঁদের জন্য।
'সঞ্জয় গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মৃত্যুতে কেঁদেছি' আবেগ তাড়িত আজাদ
এদিন সংসদে নিজের ভাষণে গুলাম নবি আজাদ বলেন, তিনি সঞ্জয় গান্ধী, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু সময় কেঁদেছিলেন। কথা বলতে বলতে ততক্ষণে সংসদে কার্যত কেঁদে ফেলেছেন গুলাম নবি আজাদ। এরপর গুলাম নবি আজাদ বলেন গুজরাতে জঙ্গি হামলায় তীর্থযাত্রীদের মৃত্যুতে তিনি কেঁদেছেন, বাবার ক্যানসারের খবরে কেঁদেছেন আর ওড়িশার সাইক্লোনের পরিস্থিতি দেখেও তাঁর চোখ জলে ভরে এসেছিল। জীবনে এই ৫ বার কাঁদার প্রসঙ্গ টেনেই আবেগতাড়িত নেতার বার্তা এবার সন্ত্রাসের অবসান হবে এটাই তাঁর আশা।