নাড্ডা তারাপীঠ ছাড়তেই বদলি বীরভূমের জেলাশাসক, বদল হয়েছেন হুগলির জেলাশাসকও

ভোটের মুখে ফের রদবদল। বদল করা হল দুই জেলার জেলাশাসককে। হুগলি এবং বীরভুমের জেলাশাসককে বদলি করল নবান্ন। গত কয়েক দফায় রাজ্য পুলিশে একাধিক রদবদল করেছে নবান্ন। একাধিক শীর্ষ আধিকারিককে বদল করা হয়েছে। এমনকি, কলকাতা পুলিশ সহ পার্শ্ববর্তী সমস্ত কমিশনারেটে বদল করা হয়েছে। প্রশাসনিক তরফেও করা হয়েছে রদবদল। একাধিক সরকারি দফতরের আধিকারিক পদে হয়েছে এই রদবদল। এবার দুই গুরুত্বপূর্ণ জেলার জেলাশাসককে বদলি করা হল। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বীরভূমের জেলাশাসক। উল্লেখ্য, আজ মঙ্গলবার তারাপীঠে সভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানে পরিবর্তন যাত্রার সূচনা করেছেন। এরপরেই বদলি করা হল সে জেলার জেলাশাসককে। যদিও নবান্ন সূত্রে খবর, এর মধ্যে অন্য কোনও কারন নেই। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই এই রদবদল করা হয়েছে।

পুলিশ কর্তাদের বদল করতে হল কেন মুখ্যমন্ত্রীকে?

তিন বছর এক জেলায় পোস্টিং-মেয়াদ পূর্ণ হওয়া আধিকারিকদেরও ভোটের কাজে নয়

বাংলায় ভোটের দামামা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শিঘ্রই হয়তো বাংলায় ভোট ঘোষণা করা হবে। যদিও ভোটের দিনক্ষণ ঘোষণার আগে শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক কর্মকান্ড। গত কয়েকদিন আগেই কমিশন রাজ্যকে একটি অ্যাডভাইসারি পাঠায়। সেই অনুযায়ী, গত চার বছরের মধ্যে তিন বছর এক জেলায় পোস্টিং থাকা অথবা ২০২১ সালের ৩১ মে-র মধ্যে তিন বছর এক জেলায় পোস্টিং-মেয়াদ পূর্ণ হওয়া আধিকারিকদেরও ভোটের কাজে রাখা যাবে না। ছ'মাসের মধ্যে অবসর নেবেন, এমন আধিকারিকদেরও দেওয়া যাবে না ভোটের দায়িত্ব। এছাড়াও একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়। সেই মতো যে সমস জেলায় আধিকারিকরা টানা তিন বছর কিংবা এর থেকে বেশি সময় ধরে রয়েছেন তাঁদের পরিবর্তন করা হচ্ছে।

আধিকারিক পদেও রদবদল

আধিকারিক পদে রদবদল করল রাজ্য সরকার। সোমবার সরকারের একাধিক দফতরের আধিকারিকদের রদবদল করা হয়েছে। যেমন খাদ্য দফতরের কনজিউমার গুডসের ডিরেক্টরেটলে বদল করা হয়েছে। বদল করা হয়েছে টেকনিক্যাল এডুকেশনের অ্যাডিশনাল সেক্রেটারি পদে। আর ওই পদে এলেন ক্রেতা সুরক্ষা দফতরের যুগ্ম সচিব সানা আখতার। খাদ্য ও খাদ্য বন্টন দফতরের কমিশনার মিতালি বন্দ্যোপাধ্যায়কে ক্রেতা সুরক্ষা দফতরের কমিশনার করা হয়েছে। ক্রেতা সুরক্ষা দপ্তরের যুগ্ম সচিব জয়সী দাশগুপ্তকে এটিআই-এর ওএসডি পদে আনা হয়েছে। কম্পালসারি ওয়েটিংয়ে থাকা কৃষ্ণেন্দু সাধুখাঁকে নিয়ে আসা হয়েছে ভ্যালুয়েশন বোর্ডের ওএসডি-র দায়িত্বে। এছাড়াও একাধিক পদে হয়েছে রদবদল। কমিশনের নির্দেশ মেনেই হয় এই বদল।

কলকাতা পুলিশ কমিশনার পদে রদবদল

গত কয়েকদিন আগেই কলকাতা পুলিশেও রদবদল করা হয়েছে। কলকাতার কমিশনার পদে নিয়ে আসা হয়েছে সৌমেন মিত্রকে। এছাড়াও, অনুজ শর্মাকে বদলি করা হয়েছে সিআইডিতে। এছাড়াও বারাকপুর, হাওড়া এবং বিধাননগর কমিশনারেট পদেও রদবদল করা হয়েছে। গত কয়েকদিন আগে একই ভাবে চন্দননগর কমিশনারেটে বদল করা হয়। যদিও কমিশনার হুমায়ূন কবীর পদ থেকে ইস্তফা দিয়ে আজ তৃণমূলে যোগ দিয়েছেন। নবান্ন সূত্র খবর, এখানেই শেষ নয়। ভোটের আগে আরও বেশ কয়েকটি পদে রদবদল করা হবে।

More BIRBHUM News