দিলীপ-মুকুলের বিজেপিতে 'ব্রাত্য' সাংসদ রূপা, একুশের ভোট-বাংলায় জল্পনা চরমে

বাংলায় গেরুয়া পার্টিতে উল্কার গতিতে উত্থান হয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়ের। কিন্তু একুশের মহাযুদ্ধের আগে তিনি কোথায়। তবে কি উল্কার মতোই ঝরে গেলেন গেরুয়া রাজনীতি থেকে? লকেট চট্টোপাধ্যায় যখন খবরের শিরোনামে থাকছেন প্রায় প্রতিদিনই, তখন রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে না কোনও মিটিং-মিছিলে।

বিজেপিতে আড়ালে চলে গিয়েছেন রূপা

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে খবরের শিরোনামে থেকেছেন রূপা গঙ্গোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর হাত ধরে বিজেপির মহিলা মোর্চা লাইমলাইটে এসেছিল। মহিলা মোর্চার সভানেত্রীর পদে লকেট চট্টোপাধ্যায় রূপা গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই আড়ালে চলে যেতে থাকেন রূপা।

একুশের ভোট যখন দুয়ারে, রূপা শুধু টুইটারে

রূপা গঙ্গোপাধ্যায়কে মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরিয়ে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল। কিন্তু রাজ্যসভার সাংসদ হওয়ার পর রূপা গঙ্গোপাধ্যায়কে আর বাংলার রাজনীতিতে প্রচারের আঙিনায় দেখা যায়নি। একুশের নির্বাচন যখন দুয়ারে কড়া নাড়ছে রূপা গঙ্গোপাধ্যায় তখন শুধু টুইটারেই সক্রিয় রয়েছেন।

নব্য বিজেপির দাপটে হারিয়ে গেছেন রূপা

বিজেপিতে এখন নব্যদের দাপট। তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরাই এখন বঙ্গ নেতৃত্বের প্রথম সারিতে। যাঁরা আদি বিজেপি, তাঁদের সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না একুশের বিধানসভা নির্বাচনের আগে। তাঁদের মধ্যে রূপা গঙ্গোপাধ্যায় আবার একেবারেই গুরুত্ব পাচ্ছেন না। কোনও নির্বাচনী মিটিং-মিছিলে তাঁকে দেখা যাচ্ছে না।

বিজেপিতে শুধু দেখা নেই রূপা গঙ্গোপাধ্যায়ের

বাংলার নির্বাচনী উত্তাপ শুরু হয়ে গিয়েছে। পালা করে বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। এদিকে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা প্রতিদিনই জনসভা করছেন, জনসভা করছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালেরা। দেখা মিলছেন সায়ন্তন বসু, রাহুল সিনহাদেরও, শুধু দেখা নেই রূপা গঙ্গোপাধ্যায়ের।

গতকালের মদন মিত্রের করা ভিডিওর প্রতিক্রিয়া দিলেন গেরুয়া শিবিরের একাধিক নেতা নেতৃত্বরা

বিষ্ণুপুরে চাপে সৌমিত্র, দলের নেতার হাতে নিগৃহীত মহিলা মোর্চার নেত্রী, ভাইরাল ভিডিও

More ROOPA GANGULY News