'ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধিয়ে দেওয়া হচ্ছে', বহিরাগত ইস্যুতে মমতাকে নিশানা নাড্ডার

তারাপীঠ থেকে বিজেপির দ্বিতীয় পর্যায়ের পরিবর্তন যাত্রার সূচণা করলেন জেপি নাড্ডা। তারাপীঠে চিলার মাঠের সভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন বাংলার সংস্কৃতি বিপন্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য। বিজেপি নেতাদের বহিরাগত তকমা দিেয় ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধিয়ে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

রিফ্রেশ করুন

More BJP News