বিজেপিকে ভেঙে পাল্টা দেওয়ার তোড়জোড় তৃণমূলের
মুকুলের ভাঙন-লীলায় তৃণমূলের কোমর প্রায় ভেঙেছে। তৃণমূল থেকে বেরিয়ে গিয়েছে শুভেন্দু-রাজীবদের মতো প্রথম সারির নেতা-মন্ত্রীরা। যদিও তৃণমূল মানতে নারাজ যে শুভেন্দু-রাজীবদের বিজেপি-যোগে বিস্তর ক্ষতি হয়েছে তৃণমূলের। এবার তৃণমূল বিজেপিকে ভেঙে পাল্টা দেওয়ার তোড়জোড় শুরু করেছে বলে একাংশের ধারণা।
বিজেপিতে যাওয়া তৃণমূল বিধায়কদের সঙ্গে কথা, প্রশ্ন
বাংলায় একুশের ভোটের আগে আপাতত মুকুল রায়-রা ময়দান ত্যাগ করেছেন। বিজেপিও যোগদানের দরজা বন্ধ করেছে। আবার ভোট মিটলে যোগদান হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। এরপরই তৃণমূল নেমে পড়ছে বিজেপিকে ভাঙার খেলায়। বিজেপিতে যাওয়া তৃণমূল বিধায়কদের সঙ্গে কথা বলা শুরু করেছেন খোদ মমতা।
মুকল রায়কে মাত দিতে তিনি ফের সক্ষম হবেন পিকে
রাজনৈতিক মহলের একাংশ, এতদিন ঘাপটি মেরে বসে আছেন প্রশান্ত কিশোর। তাঁর বিরুদ্ধে অভিযোগের তির ছুঁড়ে অনেকে তৃণমূল ছেড়েছেন, তাই স্বল্প সময়ের জন্য তিনি সরে গিয়েছেন আড়ালে। এবার তিনি তাঁর টিমকে ময়দানে নামিয়ে বিজেপি শিবিরে হানা দিতে পারেন। প্রতিপক্ষ মুকল রায়কে মাত দিতে তিনি ফের সক্ষম হবেন বলেই বিশ্বাস।
একুশেও মমতার আস্থা রয়েছে প্রশান্ত কিশোরের উপর
২০১৯-এও যখন মুষড়ে পড়েছিল তৃণমূল। তাঁদের সোজা হয়ে লড়াইয়ের ময়দানে নামিয়েছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবারও মমতার আস্থা রয়েছে প্রশান্ত কিশোরের উপর। তারপর সবশেষ তো আছেন স্বয়ং দলনেত্রীই। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপির বাড়া ভাতে ছাই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়-প্রশান্ত কিশোররা।
মুকুল রায়ের অভিষন্ধি রুখে দিয়েছিলেন প্রশান্ত কিশোর
মূলত একুশের লক্ষ্যে ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে বাংলায় এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দায়িত্ব নেওয়ার পর তৃণমূল আবার শক্ত জমি পেতে শুরু করেছিলেন ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর। মুকুল রায়ের অভিষন্ধি রুখে প্রশান্ত কিশোর তৃণমূলের হাত ফিরিয়ে এনেছিলেন হারানো পুরসভা-পঞ্চায়েত।
বিজেপির ঘর ভেঙে কোনও বিধায়ক কি ফিরবেন তৃণমূলে
এখন প্রশ্ন ২০১৯-এ প্রশান্ত কিশোর যেভাবে বিজেপির গতি রুখে উপনির্বাচনে সাফল্য এনে দিতে সক্ষম হয়েছিলেন, এবারও কি বিরাট ভাঙন রুখে একুশে তৃণমূলকে লক্ষ্যে পৌঁছে দিতে সফল হবেন তিনি? আগে তো কাউন্সিলর-পঞ্চায়েত সদস্যদের ফিরিয়ে এনে গড় রক্ষা করেছিলেন, এখন দেখার বিজেপির ঘর ভাঙিয়ে কোনও বিধায়ককে তিনি ফিরিয়ে আনতে পারেন কি না!
বিজেপিতে যাওয়া দুই বিধায়কের মমতা-সাক্ষাৎ নিয়ে গুঞ্জন
এবার বিজেপিতে যোগদানের দরজা বন্ধ হওয়ার পর তৃণমূল আটঘাঁট বেঁধে প্রতিপক্ষের দৌড় বুঝে ময়দানে নামতে চলেছে। সোমবার বিধানসভায় সেই আভাস পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপিতে যাওয়া দুই বিধায়কের সাক্ষাৎ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তারপর বিজেপিও তৎপর হয়ে উঠেছে তাঁদেরকে রুখতে। তড়িঘড়ি আয়োজন করা হয়েছে সংবর্ধনার।
এতদিন তৃণমূল ভেঙেছেন, এবার ঘর সামলানোর পালা বিজেপির
একুশের নির্বাচনের আগে নিজের গুরুত্ব বোঝাতে প্রশান্ত কিশোর যেমন সুযোগ দেখলেই কাজে লাগাতে সিদ্ধহস্ত হবেন, তেমনই মুকুল রায়রাও চেষ্টা করবেন দলের ভাঙন রুখতে। এতদিন তৃণমূল ভেঙেছেন, এবার ঘর সামলানোর পালা। মোট কথা একুশের বিধানসভা নির্বাচনের আগে লড়াই জমজমাট বাংলায়।