কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী প্রচারে আপত্তি নেই অধীরের
পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী প্রচারে আপত্তি নেই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর৷ কিন্তু বাংলার মণীষীদের সম্পর্কে ভুল তথ্য দেওয়া আগে তাঁদের সম্পর্কে পড়াশোনা করার পরামর্শ বিজেপিকে দিয়েছেন তিনি৷ সোমবার লোকসভায় তিনি এই প্রসঙ্গে তুলে ধরেন 'রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতনে' সংক্রান্ত বিতর্ক৷ যা বিজেপির তরফে বলা হয়েছিল৷
নেতাজির নাম ব্যবহার করে বিজেপি নির্বাচনে ফায়দা তুলতে চাইছে
এদিকে অধীরের অভিযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ব্যবহার করে বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফায়দা তুলতে চাইছে৷ সোমবার লোকসভায় দাঁড়িয়ে এমনই অভিযোগ তুললেন কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী৷ আর এই অভিযোগ তোলার আগে আরএসএস-এর নেতাদের ব্রিটিশ শাসন সম্পর্কে কেমন মনোভাব ছিল সেই প্রসঙ্গও তুলেছেন তিনি৷
সাভারকরের প্রসঙ্গ তোলেন অধীর
এদিন লোকসভায় হিন্দু মহাসভার নেতা বিনায়ক দামোদর সাভারকরের প্রসঙ্গ তোলেন বহরমপুরের সাংসদ৷ ১৯৪০ সালে মাদুরা ও ১৯৪১ সালে ভাগলপুরে হিন্দু মহাসভার সম্মেলনে সাভারকরের বক্তব্যে কী ছিল, সেটাই তিনি এদিন সংসদের নিম্নকক্ষে দাঁড়িয়ে জানান৷ তাঁর দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশরা বিপাকে পড়েছিল, তখন ব্রিটিশদের সাহায্য করার জন্য সরব হয়েছিলেন সাভারকর৷ হিন্দুদের ব্রিটিশদের সাহায্য করার জন্য বাহিনী তৈরি করতে আহ্বান জানিয়েছিলেন৷ কারণ, সাভারকর মনে করতেন ব্রিটিশদের সাহায্য করা সেই সময় গুরুত্বপূর্ণ ছিল৷
'নেতাজি আমাদের কাছে বীরপুরুষের সমান'
উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতবাদ এই মতের সঙ্গে মেলে না৷ কারণ, তার অনেক আগে দেশ ছেড়ে বেরিয়ে ব্রিটিশ বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন নেতাজি৷ আর বিজেপি বরাবরই সাভারকরকে শ্রদ্ধার চোখে দেখে৷ তাই অধীর অভিযোগ করেছেন যে বিজেপির এখন নেতাজিকে প্রয়োজন পড়েছে৷ কারণ, বাংলায় এখন নির্বাচন এসেছে৷ অধীরের কথায়, নেতাজি আমাদের কাছে বীরপুরুষের সমান৷
'গান্ধিজী ও নেতাজির মধ্যে পারষ্পরিক শ্রদ্ধা ছিল'
লোকসভায় কংগ্রেসের দলনেতার বক্তব্য, নেতাজির সঙ্গে কংগ্রেসের মতভেদের বিষয়টি বলতেই পারে৷ কারণ, এই মতভেদ ছিল৷ যেমন, গান্ধীজি হিংসার বিপক্ষে ছিলেন৷ আবার নেতাজি মনে করতেন যে অন্য অনেক পথের মতো সহিংস সংগ্রামও একটা পথ৷ কিন্তু গান্ধিজী ও নেতাজির মধ্যে পারষ্পরিক শ্রদ্ধা যে ছিল সেটাও এদিন লোকসভায় দাঁড়িয়ে বোঝাতে চেয়েছেন তিনি৷ তাঁর কথায়, 'গান্ধীজি নেতাজিকে প্রিন্স অফ দ্য প্যাট্রিয়ট বলতেন৷ নেতাজি গান্ধীজিকে ফাদার অফ দ্য নেশন বলতেন৷'