কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১৪৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪৮। উত্তর ২৪ পরগনায় ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমেছে অনেকটাই। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০৮৩ জন। এদিন ২ জনের মৃত্যু হয়েছে। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৪৯১। এদিন মৃতের সংখ্যা বেড়েছে ২ জন।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৮২৬১। শুধু এদিনই কলকাতায় ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০৮৩ জনের। এদিন ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৪০৫৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১২৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫২ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২২১৯৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯ জন। মৃত্যু হয়েছে মোট ২৪৯১ জনের। এদিন মৃত্যু ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৮৬৮২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০২৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৩ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৭০৪৮। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৫৬০৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১ জন। হুগলিতে ৯ জন বেড়ে আক্রান্ত ২৯৫০৫ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৭০২, কোচবিহারে ১১৮২৫, দার্জিলিংয়ে ১৮৩৬৫, কালিম্পংয়ে ২২২৯, জলপাইগুড়িতে ১৪৬৫৯, উত্তর দিনাজপুরে ৬৬৪৩, দক্ষিণ দিনাজপুরে ৮১৬৮, মালদহে ১২৬৬৫, মুর্শিদাবাদে ১২২৭৫, নদিয়ায় ২২৫৬৯, বীরভূমে ১০০০২, পুরুলিয়ায় ৭১৯৯, বাঁকুড়ায় ১১৮৮৫, ঝাড়গ্রামে ৩০৪১, পশ্চিম মেদিনীপুরে ২০১৮৮, পূর্ব মেদিনীপুরে ২০৬৩৪, পূর্ব বর্ধমানে ১২৬৩৬, পশ্চিম বর্ধমানে ১৬২৬৫ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।
ঝাড়গ্রাম ও আলিপুরদুয়ার
ঝাড়গ্রামে ৫ ফেব্রুয়ারি থেকে কোনও সংক্রমণ হয়নি। টানা পাঁচদিন এই জেলায় নতুন করে থাবা বসাতে পারেনি করোনা। তেমনই আলিপুরদুয়ারে ৬-৮ ফেব্রুয়ারি করোনা সংক্রমণ হয়নি নতুন করে। ফেব্রুয়রি মাসের প্রথম পাঁচদিনও ১ জন করে আক্রান্ত হয়েছিলেন এই জেলায়, এদিনও আক্রান্ত ১ জন।