ফের রয় কৃষ্ণ ম্যাজিক। ফতোরদায় বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দিয়েছেন কৃষ্ণ। ৩৬ মিনিটে প্রতীক চৌধুরী বক্সের মধ্যে কৃষ্ণকে অবৈধভাবে বাধা দিয়ে হলুদ কার্ড দেখেন।
পেনাল্টি থেকে গোল করেন কৃষ্ণ। কিছুক্ষণ পর হরমনজ্যোৎ খাবড়া ডেভিড উইলিয়ামসকে বাধা দিয়ে একইরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটালেও এক্ষেত্রে পেনাল্টি পায়নি সবুজ মেরুন। তবে ফ্রি কিক থেকে ৪৪ মিনিটে দুরন্ত গোল করে এটিকে এমবি-কে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মার্সেলিনহো। এটিকে মোহনবাগান দলের প্রথম একাদশে এদিন তিনটি পরিবর্তন করেন কোচ হাবাস। প্রীতম কোটাল, প্রণয় হালদার ও জাভিয়ার হার্নান্ডেজের পরিবর্তে নামান প্রবীর দাস, কার্ল ম্যাখিউ, ডেভিড উইলিয়ামসকে।
বিস্তারিত আসছে