স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি : কথায় বলে ‘বাঙালির বারো মাসে তেরো পার্বন’। সত্যিই যেন তাই। সেই দূর্গাপুজো থেকে শুরু হয় তারপর একের পর এক উৎসব পার্বন লেগেই আছে বাংলা জুড়ে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই সারা বাংলার স্কুল, কলেজ বা ক্লাব সবাই মেতে উঠবে বাগ দেবীর আরাধনায়। দূর্গাপুজোর মতো বড় বাজেট থাকে না বটে, তবে থিমের ভাবনায় কোনও অংশে কম যায় না সরস্বতী পুজো।

প্রতিবারের মতো এবছরও নতুন ভাবনায় কলম, পেনসিল ও রাবার দিয়ে এবার জলপাইগুড়িতে তৈরি হচ্ছে ৩১ ফুটের সরস্বতী প্রতিমা। অভিনব এই প্রতিমা তৈরি করতে চলেছে স্টুডেন্টস অফ জলপাইগুড়ি সংগঠন। ভিত পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে এই পুজো মণ্ডপ তৈরির কাজ। এই প্রথম জলপাইগুড়ি‌তে ৩১ ফুট উঁচু সরস্বতী প্রতিমা তৈরি হতে চলেছে।

স্টুডেন্টস অফ জলপাইগুড়ি সংগঠন মূলত একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। ছাত্রছাত্রীদের কল‍্যাণের জন্য এই সংগঠনের মাধ্যমে কাজ শুরু করেছেন সদস্যরা। শুরুতে‌ই একটি বিগ বাজেটের সরস্বতী পুজোর আয়োজন করেছেন সংগঠনের সদস্যরা। স্টুডেন্টস অফ জলপাইগুড়ি সংগঠনের

সভাপতি প্রীতম ঘোষ জানান, তাঁদের এই সংগঠনের মূল লক্ষ্য দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো ও তাদের সবরকম ভাবে সাহায্য করা। পড়াশোনার ক্ষেত্রে তাদের নানারকমভাবে সাহায্য করার লক্ষ্য নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। সকলের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অভিনব এই পুজোর আয়োজন করেছে‌ন তাঁরা।

জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ‍্যালয়ের খেলার মাঠে ভিত পুজোর মাধ্যমে শুরু হয়েছে পুজো মণ্ডপ তৈরির কাজ। শুধু তাই নয় এবারের সরস্বতী পুজোয় শহরে এমন প্রতিমা তৈরি হতে চলেছে জানতে পেরে খুব খুশি শহরের ছাত্রছাত্রীরা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।