মার্চেই আবার ক্রিকেটের ময়দানে সচিন-লারা-লি-মুরলীরা

করোনা পরিস্থিতিতে শুরু হয়েও শেষ হতে পারেনি। আগামী মার্চে ফের শুরু হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০। মার্চের ২ তারিখ শুরু হয়ে চলবে ২১ তারিখ অবধি। এই টুর্নামেন্টেই খেলতে দেখা যাবে সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা-সহ ৫ দেশের একঝাঁক প্রাক্তন তারকা ক্রিকেটারকে। সব কটি খেলাই হবে রায়পুরে নতুন তৈরি হওয়া শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে ৬৫ হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থা রয়েছে।

পথ নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। মহারাষ্ট্রের রোড সেফটি সেল সুনীল গাভাসকরের প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে একযোগে আয়োজন করছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। গাভাসকর এই সিরিজের কমিশনার এবং সচিন হলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। প্রধান স্পনসর এডুকেশনাল টেকনোলজি প্ল্যাটফর্ম ইউএনআকাদেমি (Unacademy)। খেলাগুলি টিভি চ্যানেল-সহ বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচারও করা হবে।

ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন একঝাঁক তারকা এই সিরিজে অংশ নেবেন। সচিন, লারা ছাড়াও ব্রেট লি, তিলকরত্নে দিলশান, মুথাইয়া মুরলীধরনের খেলার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, পথ নিরাপত্তার বিষয়ে সচেতনতামূলক এই কর্মসূচি প্রশংসার দাবি রাখে এবং আমি খুশি রায়পুরে এই সিরিজ হবে। আমাদের দেশে প্রতি চার মিনিটে পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। আমার ধারণা, এই উদ্যোগের ফলে সচেতনতা বাড়বে।

প্রত্যেককে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানাই। যাঁর ভাবনায় এই উদ্যোগ মহারাষ্ট্রের রোড সেফটি সেলের সদস্য রবি গায়কোয়াড় বলেন, গত এক বছর আরও বেশি করে আমাদের শিখিয়েছে পাশের মানুষের প্রতি সহমর্মী হতে। আমরা চাই রাস্তা সকলের জন্য নিরাপদ থাকুক। তা নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

প্রথিতযশা ক্রিকেটারদের দিয়ে পথ নিরাপত্তা সংক্রান্ত বার্তা দিতে গত বছর এই উদ্যোগ নেওয়া হলেও করোনার কারণে চারটির বেশি ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। তাও যেভাবে সকলে এগিয়ে এসেছেন এই বছর তাতে প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। ভারত-ইংল্যান্ড সিরিজ ও আইপিএলের মধ্যে প্রাক্তন তারকাদের চেনা ছন্দে দেখার এই সুযোগ হাতছাড়া করবেন না ক্রিকেটপ্রেমীরাও।

অস্ট্রেলীয় ওপেনে টয়লেট ব্রেকের নিয়ম বদলের দাবি

More SACHIN TENDULKAR News