চেন্নাই: বিরাট কোহলির হাতে নেতৃত্বের ব্যাটন উঠতেই ফের হারের মুখ দেখল ভারত৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অসহায় আত্মসমপর্ণ বিরাটবাহিনীর৷ চিপকে ভারতকে ২২৭ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড৷ চিপকে লজ্জাজনক হারের ফলে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা আরও কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার৷ এই জয়ের ফলে দেশের বাইরে টানা ছ’টি টেস্টে জয় পেলে রুটবাহিনী৷ সেই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে আরও এক পা এগিয়ে গেল ইংল্যান্ড৷

মঙ্গলবার দুপুরে জোফরা আর্চারের বলে জসপ্রীত বুমরাহ উইকেটের পিছনে জোস বাটলারের হাতে ক্যাচ দিয়েই ভারতের ইনিংসে ইতি পড়ে৷ ৪২০ রান তাড়া করে ১৯২ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস৷ ভারতের মাত্র পাঁচ ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷ হাফ-সেঞ্চুরি করেন মাত্র দু’জন৷ ক্যাপ্টেন বিরাট কোহলি সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন৷ আর তরুণ ওপেনার শুভমন গিলও ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন৷ তবে ৫০ রান করার পরই অ্যান্ডারসনের ইনসুইংয়ে পরাস্ত হন গিল৷

অস্ট্রেলিয়ার সফরেও সিরিজের প্রথম টেস্টে বিরাটের নেতৃত্বে লজ্জাজনকভাবে হেরেছিল ভারত৷ কিন্তু প্রথম টেস্টের পর কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফেরার পর অজিঙ্ক রাহানের নেতৃত্বে সিরিজে জেতে ফেরে ভারত৷ অ্যাডিলেড ওভালে ভারত প্রথম টেস্টে ৮ উইকেটে হারে টিম ইন্ডিয়া৷ কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফিরেছিল রাহানের ভারত৷ তারপর সিডনিতে ড্র এবং ব্রিসবেনে ঐতিহাসির টেস্ট জিতে সিরিজ জিতেছিল ভারত৷

পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ইংল্যান্ড সিরিজে দলে ফিরেই নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নেন কোহলি৷ বাবা হওয়ার পর এটাই ছিল বিরাটের প্রথম টেস্ট৷ কিন্তু প্রথম টেস্টেই ইংরেজের সামনে লজ্জাজনক হারল কোহলির ভারত৷ প্রথম ইনংসে ইংল্যান্ডের ৫৭৮ রান তাড়া করতে নেমে ৩৩৭ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া৷ দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা ইংরেজদের ১৭৮ রানে বেঁধে রাখে৷ কিন্তু প্রথম ইনিংসে ২৪১ রানে এগিয়ে থাকায় বিরাটদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২০ রান৷

রান তাড়া করতে নেমে সোমবার দিনের শেষে রোহিত শর্মার উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছিল কোহলি অ্যান্ড কোং৷ কিন্তু এদিন সকাল থেকে ভারতীয় ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেন ইংরেজ বোলাররা৷ জিমি অ্যান্ডারসন ও জ্যাক লিচের দুরন্ত বোলিংয়ের বিরুদ্ধে দু’শো রানের গণ্ডিও ছুঁতে পারেনি ভারত৷ বাঁ-হাতি স্পিনার লিচ ৭৬ রান দিয়ে ৪টি উইকেট নেন৷ তবে এদিন সকালে ভয়ংকর হয়ে উঠেছিলেন জিমি৷ মাত্র ১৭ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন অ্যান্ডারসন৷ ম্যাচের সেরা প্রথম ইনিংসে ২১৮ রানের ইনিংস খেলা ইংল্যান্ড ক্যাপ্টেন রুট৷ দ্বিতীয় টেস্ট শুরু ১৩ ফেব্রুয়ারি, চিপকে৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।