ইতিহাসে মনযোগ দিতে বলায় অধীরকে পাল্টা তোপ অমিত শাহের, টেনে আনলেন সেই নেহরুকে

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে৷ নির্বাচনী প্রচারে এসে বিজেপির নেতারা বাংলার মণীষীদের কথা তুলে ধরছেন৷ আর তা করতে গিয়ে কিছু ভুলভ্রান্তিও করে বসছেন৷ সোমবার লোকসভায় সেই প্রসঙ্গই তুলে ধরেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷

অধীরকে জবাব দিতে গিয়ে নেহরুকে টানলেন অমিত শাহ

অধীর এদিন এই কথা বলার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখও করেছেন৷ আর তিনি যখন এই কথা বলছেন, তখন লোকসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এরপরই অধীর চৌধুরীকে এই বিষয়ে জবাব দেন অমিত শাহ। বললেন, আমি গুরুদেবের চেয়ারে বসিনি। ভিজিটরদের জন্য নির্ধারিত জানলায় বসেছিলাম আমি। আমি যেখানে বসেছি, সেখানে নেহরুও বসেছিলেন। এর প্রমাণ রয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বিতর্ক নিয়ে অধীরের প্রশ্ন

এদিন অধীর তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বিতর্ককে৷ যেখানে বিজেপির তরফে শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান হিসেবে তুলে ধরা হয়েছিল৷ এই নিয়ে বিজেপিকে অধীরের পরামর্শ, 'প্রথমে পড়ে তো যান কোথায় ওঁর (রবীন্দ্রনাথ) জন্ম হয়েছে৷' এর পর বহরমপুরের সাংসদ লোকসভায় ট্রেজারি বেঞ্চকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি হঠাৎ বলছেন যে শান্তিনিকেতনে ওঁর জন্ম হয়েছে৷ লোকে হাসছে৷ এতে আমাদের খারাপ লাগে৷'

'অমিত শাহ গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে গিয়ে বসে পড়ছেন'

সম্প্রতি শান্তিনিকেতনে গিয়েছিলেন অমিত শাহ৷ সেখানে তিনি বিশ্বভারতীর ভিজিটার্স বুকে নিয়মমাফিক কিছু কথা লিখে আসেন৷ কিন্তু তিনি যেখানে বসেছিলেন, সেই চেয়ারে রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন বলে দাবি করা হয় বিভিন্ন মহল থেকে৷ এদিন সেই প্রসঙ্গও তোলেন অধীর চৌধুরী৷ তিনি বলেছেন, 'অমিত শাহ গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে গিয়ে বসে পড়ছেন৷ লোক আপনাকে কী বলছেন জানি না৷ এটা অসম্মান৷'

বিজেপিকে অধীরের পরামর্শ

তাই বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যাওয়ার আগে এই বিষয়গুলি নিয়ে যাতে বিজেপি সতর্ক থাকে, তার পরামর্শ এদিন দিয়েছেন অধীর চৌধুরী৷ বাংলার সংস্কৃতি, ইতিহাস নিয়ে পড়াশোনা করার পর এই নিয়ে মুখ খোলার কথা বলেছেন তিনি৷ অধীর বলেন, 'সেখানকার সংস্কৃতি, ইতিহাস নিয়ে পড়াশোনা করুন৷ একবার নয় একশোবার যান৷ হাজার বার যান৷ এই দেশে যে কোনও জায়গায় যেতে পারেন নির্বাচনী প্রচারে৷'

বদলাচ্ছে রাজনীতি, বিজেপিকে তাদেরই ভাষাতে জবাব দিতে ৫ লক্ষ 'আইটি কর্মী' নিয়োগ কংগ্রেসের

More ADHIR CHOWDHURY News