'যথাযথ পদক্ষেপ করা হবে'
সোমবার কেন্দ্রের সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে বলেছিলেন, 'রাম মন্দিরের রায়ের বিষয় উত্থাপন করা, তৎকালীন প্রধান বিচারপতি ও অন্যান্য প্রসঙ্গ টেনে আনা গুরুতর বিষয়৷ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হবে৷' তিনি জানান যে সংসদের নিয়মাবলী অনুযায়ী, কোনও উচ্চ পদমর্যাদার ব্যক্তি সম্পর্কে বলার কিছু বিধি আছে৷ সেই কারণেই এই স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হতে পারে বলে মনে করা হচ্ছিল৷
আইনি দিক খতিয়ে দেখা হয়
যদিও কেন্দ্রের তরফে বিষয়টির আইনি দিক খতিয়ে দেখা হয়৷ তাতে দেখা যায় যে মহুয়া মৈত্র প্রাক্তন প্রধান বিচারপতি সম্বন্ধে মন্তব্য করেছেন৷ আর তাঁকে (প্রাক্তন প্রধান বিচারপতি) 'উচ্চ পদমর্যাদা'র বিভাগে আনা যাবে না৷ সেই কারণেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হচ্ছে না৷
মহুয়ার কটাক্ষ
যদিও তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হতে পারে, এই বিষয়টি জানতে পারার পর মহুয়া টুইটে প্রতিক্রিয়া দেন৷ তিনি লেখেন, 'ভারতের অন্ধকারতম ঘণ্টায় সত্যি বলার জন্য আমার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হলে, সেটা আমার জন্য সৌভাগ্যের হবে৷'