বদলাচ্ছে রাজনীতি, বিজেপিকে তাদেরই ভাষাতে জবাব দিতে ৫ লক্ষ 'আইটি কর্মী' নিয়োগ কংগ্রেসের

করোনার সময়ে বিহারের নির্বাচনী প্রচারের একটা বড় অংশ দেখা গিয়েছিল অনলাইন মিডিয়ামের মাধ্যমে। তবে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক প্রচার তার বহু আগে থেকেই একটি ট্রেন্ডে পরিণত করেছিল বিজেপি। এর লক্ষ্যে তাদের আলাদা আইটি সেল পর্যন্ত রয়েছে। জনমত গঠনেরও অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। তবে এই মাধ্যমের উপর প্রায় একচ্ছত্র আধিপত্য রয়েছে বিজেপির। তবে সেই আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে এবারে ময়দানে নামছে কংগ্রেসও।

বিজেপির তুলনায় অনেক পিছিয়ে কংগ্রেস

অনেক বিশেষজ্ঞের মত, দেশে বিজেপির এই জনসমর্থনের অন্যতম কারণই হল সোশ্যাল মিডিয়ায় তাঁদের আধিপত্য। বিজেপির তুলনায় অনেক পিছিয়ে কংগ্রেস। যার মাশুল রাহুল গান্ধীদের দিতে হয়েছে গত কয়েক বছরের প্রায় সব নির্বাচনেই। তাই এবার ঘুরে দাঁড়িয়ে বিজেপিকে পাল্টা টেক্কা দিতে দল তৈরি করছে কংগ্রেস।

৫ লক্ষ কর্মী নিয়োগ করা হবে

কংগ্রেস সূত্রের খবর, আগামী দিনে বিজেপির আইটি সেলকে কড়া টক্কর দিতে দেশজুড়ে ৫ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। এই কর্মীদের মূল কাজ হবে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত। বিজেপির 'অপপ্রচার'-এর বিরুদ্ধে তথ্য জনসমক্ষে তুলে ধরা হবে এই কর্মীদের কাজ। দেশের সাধারণ যুবসমাজ থেকেই এই ৫ লক্ষ কর্মীকে তুলে আনতে চাইছে কংগ্রেস।

কীভাবে হবে এই নিয়োগ?

জানা গিয়েছে, যারা যারা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমে যোগ দিতে চায়, তাঁদের নাম প্রথমে নথিভুক্ত করা হবে। তারপর নেওয়া হবে ইন্টারভিউ। এরপরই ৫ লক্ষ কর্মীকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। তারপর এঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্রের খবর, দল চাইছে দেশের প্রতিটা জেলায় সোশ্যাল মিডিয়ায় অন্তত ৫০ হাজার কর্মী-সমর্থককে মাঠে নামাতে।

বিজেপিকে কী আদৌও কংগ্রেস টেক্কা দিতে পারবে?

তবে প্রশ্ন উঠছে, বিজেপিকে কী আদৌও কংগ্রেস টেক্কা দিতে পারবে? কংগ্রেসের সোশ্যাল মিডিয়া আর্মি চলবে কোন টাকায়? কারণ বিজেপির তুলনায় কংগ্রেসের পাওয়া অনুদান খুবই কম। কংগ্রেসের দলীয় তহবিলে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ১৪৬ কোটি টাকা জমা পড়েছে। বিজেপি সেখানে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে কংগ্রেসের থেকে অনেকটাই বেশি অনুদান পেয়ে থাকে।

More কংগ্রেস News