মোদীর বাজেটে অসন্তুষ্ট ব্যাঙ্ক কর্মীরা। অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা। বেসরকারিকরণের প্রতিবাদে মার্চ মাসে টানা ২ দিন ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ১৫ ও ১৬ মার্চ ব্যাঙ্ক ধর্মঘট হলে পর পর চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ইয়ারএন্ডারে পর পর চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় সমস্যায় পড়বেন গ্রাহকরা। সমস্যা দেখা দেবে ব্যাবসায়িক কাজেও।
কেন্দ্রীয় বাজেটে ব্যাঙ্কের বেসরকারিকরণের কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দুটি ব্যাঙ্কের বেসরকারিকরণের কথা বলা হয়েছে। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ব্যাঙ্ক সহ বিমা ক্ষেত্রেরও বেসরকারি করণের কথা বলেছে মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্ত কর্মক্ষেত্রে অনিশ্চয়তায় ভুগছেন ব্যাঙ্ক ও বিমান ক্ষেত্রের কর্মীরা। তারই প্রতিবাদে এই ধর্মঘটের ডাক বলে জানানো হয়েছে ব্যাঙ্ক কর্মচারি সংগঠনের পক্ষ থেকে।
১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘট থাকলে তার আগের ২ দিন এমনিতেই ব্যাঙ্কের ছুটি। ১৩ তারিখ দ্বিতীয় শনিবার। তাই ছুটি থাকবে। তার পরের দিন ১৪ মার্চ রবিবার। সোমবার ১৫ এবং মঙ্গলবার ১৬ তারিখ। অর্থাৎ শনিবার থেকে একেবারে পরের সপ্তাহের প্রথম পর্যায় পর্যন্ত বন্ধ থাকছে ব্যাঙ্ক। মার্চ মাসে পর পর চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে ব্যবসায়ীক লেনদেনেও প্রভাব পড়বে গোটা দেশে। সমস্যায় পড়বেন গ্রাহকরা। এদিকে গ্রাহকদের সেই অসুবিধাকে বিশেষগুরুত্ব দিতে নারাজ তাঁরা। উল্টে কর্মী সংগঠনের পক্ষ থেকে উল্টে দাবি করা হয়েছে তাঁদের সমস্যা না মিটলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন তাঁরা।
বঙ্গের মন জয় করতে অমিত শাহ-জেপি নাড্ডাদের বিশেষ 'পরামর্শ' অধীর চৌধুরীর