গ্রামীণ তৃণমূল ভাঙবেই!
বিজেপিতে যোগদানর পর হাওড়ায় রাজীবগড়ে কালো পতাকা দেখানো হয় খোদ প্রাক্তন বনমন্ত্রীকে। এবার সেই রাজীবই হুঙ্কার দিয়ে জানিয়ে রাখলেন 'ভাঙনের হাত থেকে গ্রামীণ তৃণমূল কংগ্রেস রেহাই পাবে না। কয়েকদিনের মধ্যেই সকলে তা দেখতে পাবেন। '
হাওড়া গ্রমীণ ও অরূপ রায় প্রসঙ্গ
প্রসঙ্গত, তৃণমূলের হাওড়ায় গ্রমীণ এলাকা দেখেন অরূপ রায়। যে অরূপ রায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সংঘাতের খবর সর্বজনবিদিত। সেই অরূপ রায়ের পোক্ত পিচ হাওড়া গ্রামীণ নিয়ে রাজীবের চ্যালেঞ্জ যে রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।
গ্রামের ভোট টানতে বিজেপি কোন ছকে এগোচ্ছে?
গ্রামের এলাকার ভোট নিয়ে বিজে সদ্য শেষ করেছে একটি রুদ্ধদ্বার বৈঠক। সেখানে স্থির হয়েছে যে সমস্ত সম্প্রদায় ও পেশার মানুষের কাছে বিজেপির শীর্ষ থেকে স্থানীয় নেতারা যাবেন। সেখানে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপি জনসংযোগ কর্মসূচিকে আরও জোরালো করতে চাইছে।
হাওড়ায় রাজীবের লক্ষ্য ও বিধানসভার পরিসংখ্যান
প্রসঙ্গত, হাওড়ার মাটিতে দাঁড়িয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি কুৎসা করতে চান না। হাওড়ায় অনেক কাজ হয়েছে। তবে বেকারদের চাকরি দিতে বদ্ধ পরিকর। আর সেই লক্ষ্যেই তিনি লড়বেন। উল্লেখ্যস হাওড়া গ্রামীণে ৮ টি বিধানসভা আসনের মধ্যে ৭ টি তৃণমূলের দখলে। আর একটি কংগ্রেসের। আর এই জায়গা থেকে হাওড়ার ৮টি আসনেই বিজেপি দখল নেবে বলে দাবি করেছেন রাজীব।