মহুয়ার বিরুদ্ধে কোন নোটিস আনা হতে পারে!
জানা গিয়েছে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের অভিযোগে নোটিস আনা হতে পারে। এমনই ভাবনা চিন্তার পথে এগিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার। ফলে, মোদী সরকারকে তীব্র আক্রমণ করতে গিয়ে এক বেফাঁস মন্তব্যের জেরেই মহুয়া এমন বিপাকে পড়তে পারেন।
কাকে নিয়ে আপত্তিকর মন্তব্য?
মূলত, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির উদ্দেশে মহুয়া মৈত্র এক আপত্তিকর মন্তব্য তুলে ধরেছেন। মহুয়ার বক্তব্যের পরই তীব্র হইচই শুরু হয় সংসদে। বিজেপি সাংসদরা দাবি তোলেন মহুয়ার ওই মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে বলে।
সংবাদমাধ্যম থেকে বিচারব্যবস্থা মহুয়ার নিশানায়
'ভারতের দুর্ভাগ্য হল যে শুধু দেশের সরকার নয়, বিচারব্যবস্থা এবং সংবাদমাধ্যমের মতো গণতন্ত্রের অন্যান্য স্তম্ভগুলিও ব্যর্থ হয়েছে। বিচারব্যবস্থার পবিত্রতা নষ্ট হয়েছে। ' তিনি এ প্রসঙ্গে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার মামলা, সেই সংক্রান্ত মামলায় 'বিচারপতি নিজেই নিজের বিচার প্রক্রিয়ায় অংশ হয়েছিলেন, এবং নিজেদে নির্দোষ প্রমাণিত করে অবসরের তিন মাসের মধ্যে জেড প্লাস নিরাপত্তা নিয়ে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হয়েছিলেন। সেদিনই বিচারব্যবস্থা তার পবিত্রতা হারিয়েছিল। ' সংবিধানের মূল স্তম্ভ হিসাবে সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় রাখেন মহুয়া। প্রসঙ্গত, এই মহুয়া মৈত্রই এককালে সংবাদমাধ্যমকে এক টাকার প্রেস বলে কটাক্ষ করেন।
বিজেপির কোন দাবি?
বিজেপি দাবি করেছে, আগে থেকে নোটিস না দিয়ে এভাবে সংসদে প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করা যায় না। বিজেপির তরফে সাংসদরা মহুয়ার মন্তব্যকে লজ্জাজনক বলে দাবি করেন।