মহিষাদল: উত্তরাখণ্ডে কাজে গিয়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের যুবক সুদীপ গুড়িয়া(২৭)। গতকাল উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধসের পর থেকেই নিখোঁজ মহিষাদলের চক দ্বারিবেড়িয়া গ্রামের এই যুবক। উত্তরাখণ্ডের ঋষি গঙ্গা বিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন এই যুবক। গত শনিবার রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয়। রবিবার ধসের পর থেকেই নিখোঁজ সুদীপের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবারের লোক জনেরা। বর্তমানে সুদীপের খোঁজে উদ্বিগ্ন তার পরিবার।
রবিবার দুপুরে হিমবাহ ভেঙে আচমকা তুষারধসের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায়। প্রবল জলস্রোতে এদিন ভেসে যান ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতে থাকা শতাধিক শ্রমিক। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ১৭০ জন নিখোঁজ।
ভয়াবহ এই বিপর্যয়ে উত্তরাখণ্ড সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়তের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পরিস্থিতি সম্পর্কে খবর নিয়েছেন তিনি। গোটা ঘটনাটি নজরে রাখছে স্বরাষ্ট্র মন্ত্রক। আইটিবিপির জওয়ানরা বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.