আশা জাগিয়ে কমছে দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ। কমছে মৃতের সংখ্যাও। পর পর তিনদিন করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা রয়েছে ১০০ নিচে। পর পর তিন দিন করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় পতন আশা জাগাচ্ছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের টিকাকরণ ৫৯ লক্ষ অতিক্রম করেছে দেশে। যত দ্রুত সম্ভব করোনা ভাইরাসের টিকাকরণে প্রথম পর্যায়ের লক্ষ্যমাত্রা শেষ করার দিকে এগোচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
করোনা ভাইরাসের সংক্রমণ কমছে দেশে। গতকালের থেকে আরও কমল দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে ১১,৯০৪ জন। দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৮,৩৮,১৯৪ জন। দেশে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৮৪ জন। গত তিনদিনে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০০-র নীচে নামতে শুরু করেছে। বাংলাতেও কমছে মৃতের সংখ্যা। দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যু হয়েছে ১,৫৫,০৮০।
করোনা ভাইরাসের টিকা করণ কর্মসূচি চলছে দ্রুত গতিতে। এখনও পর্যন্ত ৫৮,১২,৩৬২ জনের করোনা টিকাকরণ হয়েছে। মার্চ মাসে দ্বিতীয়দফার করোনা টিকাকরণ শুরু হয়ে যাবে। এবার ৫০ বছরের উর্ধ্বদের করোনা িটকাকরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। দ্রুত গতিতে করোনা টিকাকরণের লক্ষ্যমাত্রার গিকে এগোচ্ছে।