রকেট সহ সামরিক সরঞ্জাম নিয়ে নতুন করে আগ্রাসনের প্রস্তুতি
খবর আসছে যে ভারতীয় সীমান্তে নয়া অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে চিন। জানা গিয়েছে, মিসাইল, রকেট সহ সামরিক সরঞ্জাম নিয়ে নতুন করে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে নতুন করে রাইফেল ডিভিশন মোতায়েন করছে চিনের লাল সেনা। এছাড়া চিনা সেনার রসদের সরবরাহ ঠিক রাখতেও তৎপর জিনপিং প্রশাসন।
পিপলস লিবারেশন আর্মির ২০টি সামরিক যান দাঁড়িয়ে সীমান্তে
এদিকে সীমান্তে অন্তত সাড়ে তিনশো যুদ্ধ ট্যাঙ্ক তারা নিয়ে এসেছে চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টাইপ-৯৯ এর মতো আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করেছে পিএলএ। ভারতের সেনা সূত্র জানাচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ১৬ কিলোমিটার দূরত্বে পিপলস লিবারেশন আর্মির ২০টি সামরিক যান দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
তিব্বত রেঞ্জেও মিসাইল মোতায়েন করছে চিনের বাহিনী
এছাড়া তিব্বত রেঞ্জেও মিসাইল মোতায়েন করছে চিনের বাহিনী। তিব্বতের লাসার কাছে পিএলএ-র ক্যাম্পের কাছে সারফেস টু এয়ার মিসাইল বসানো হচ্ছে। এছাড়া ফিঙ্গার পয়েন্ট ৪ এলাকার দুই দিকেই ১৮ হাজার ফুট উচ্চতায় নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে চিন। ফিঙ্গার পয়েন্ট ৪ এর উঁচু পাহাড়ে ভারতীয় সেনা মোতায়েন থাকলেও পাহাড়ের নিচের দিকে যুদ্ধ-ট্যাঙ্ক নিয়ে এগিয়ে এসেছে চিনের বাহিনী।