তপোবনের দ্বিতীয় সুড়ঙ্গে চলছে উদ্ধার কাজ, ৩০ জনের আটকে থাকার সম্ভাবনা

রবিবার উত্তরাখণ্ডে নন্দা দেবীর একাংশের হিমবাহ ধসে বিপত্তির সৃষ্টি হয়েছিল চামোলি জেলায়। বিপর্যয়ের ২৪ ঘণ্টা কাটতে চলল। চলছে উদ্ধারকাজ জোরগতিতে। ভারতীয় সেনা ও ইন্দো–তিব্বত সীমান্ত পুলিশের কর্মীরা ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সের সহায়তায় দ্বিতীয় সুড়ঙ্গের মুখ পরিস্কার করছেন উদ্ধার কাজের অভিযান চালানোর জন্য।

দ্বিতীয় সুড়ঙ্গের মুখ পরিস্কার করা হচ্ছে

সোমবার সেনার পক্ষ থেকে বলা হয়, ‘‌রবিবার রাতেও জেনারেটার ও সার্চ লাইট বসিয়ে মাটি কাটার যন্ত্রের সাহায্যে সুড়ঙ্গের মুখ পরিস্কার করা হয়েছে। ঘটনাস্থানে হাসপাতাল থেকে মেডিক্যাল সহায়তাও এসেছে।' ১৫০ মিটার থেকে ১৮০ মিটার লম্বা সবচেয়ে বড় সুড়ঙ্গে উদ্দার কাজ চলছে। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌সুড়ঙ্গের মধ্যে বহু ধ্বংশাবশেষ পড়ে রয়েছে। ৮০ মিটার পর্যন্ত সুড়ঙ্গ পরিস্কার হয়ে গিয়েছে এবং সেখানে ঢোকা সম্ভব হচ্ছে। তবে মনে হচ্ছে এখনও ১০০ মিটার পর্যন্ত লম্বা সুড়ঙ্গের ধ্বংসাবশেষ পরিস্কার করতে হবে।'‌ মনে করা হচ্ছে ৩০ জন কর্মী এই এলাকায় আটকে রয়েছেন। ‌অন্যান্য সুড়ঙ্গের উদ্ধার কাজ শেষ হয়েছে। আইটিবিপি জানিয়েছে যে ১২ জর্মীকে ওই সুড়ঙ্গগুলি থেকে উদ্দার করা হয়।

চলছে উদ্ধারকাজ

কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন যে খুবই কঠিন পরিস্থিতি, কিন্তু আইটিবিপি খুব সফলভাবে প্রথম সুড়ঙ্গ থেকে উদ্ধারকাজ সম্পন্ন করেছেন এখন তাঁরা দ্বিতীয় সুড়ঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন যা ৩ কিমি লম্বা। তিনি বলেন, ‘‌এনডিআরএফ ও ভারতীয় সেনারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। সোমবার দুপুরের মধ্যে কিছু ইতিবাচক খবর আসবে বলে আশা করছি।'‌ তিনি আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্র ক্রমাগত ট্র‌্যাক রাখার জন্য নির্দেশ দিয়ে চলেছেন। পোখরিয়াল এও জানিয়েছেন যে প্রত্যেক আধঘণ্টা অন্তর অন্তর উত্তরাখণ্ডের খবর নিচ্ছে অমিত শাহ।

মুখ্যমন্ত্রীর টুইটে আপডেট

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত দুর্ঘটনার আপডেট পোস্ট করে চলেছেন টুইটারে। তিনি টুইট করেন, ‘‌আমাদের সাহসী সেনারা রাতে কাজ করে সুড়ঙ্গের মুখ পরিস্কার করেছেন, উদ্ধার কাজ চলছে জোর গতিতে এবং আশা করছি আরও বেশিজনের জীবন বাঁচাতে পারব। দুর্ভাগ্যবশত, উদ্ধারকারীর দল ১১ জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করেছে। আমাদের চিন্তা ও প্রার্থনা সকলের জন্য।'‌ তিনি জানিয়েছেন যে এখনও প্রায় ২০৩ জন নিখোঁজ রয়েছেন।

১১ জনের দেহ উদ্ধার

আইটিবিপি, ভারতীয় সেনাবাহিনী, এসডিআরএফ এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) বাহিনী ক্ষতিগ্রস্থ অঞ্চলে উদ্ধার কাজে নিযুক্ত রয়েছে। উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার জানিয়েছেন, এখনও ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তপোবন থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। কর্ণপ্রয়াগের দিকে আরও সাতজনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

কেন প্রকৃতির রোষে বারবার উত্তরাখণ্ড, আরও বড় প্রাকৃতিক বিপর্যয় ঘনিয়ে আসতে পারে, উদ্বেগে গবেষকরা

More UTTARAKHAND News