অসলো : কলকাতার ঠান্ডাতেই কেঁপে যাই আমরা। দার্জিলিংয়ে বরফ পড়লে পুলকিত হই। সিয়াচেনের জওয়ানদের দেখে গরম কফির কাপ হাতে বিমর্ষ মুখ করে বসে থাকি। কিন্তু কখনও বরফের সঙ্গে যুদ্ধ করে বিশ্বরেকর্ড করার কথা ভেবেছেন ? এই ব্যক্তি ঠিক সেটাই করেছেন। বরফের ওপর খালি পায়ে হেঁটেছেন ১ ঘন্টা ৪৪ মিনিট ধরে। তৈরি করেছেন নয়া বিশ্বরেকর্ড।
তাঁর এই বিশ্বরেকর্ড নিঃসন্দেহে অন্যদের উদ্দীপনা যোগাবে। কারণ এটা শুনতে সহজ লাগলেও, মোটেও সহজ কাজ নয়। নরওয়ের বাসিন্দা এই দৌড়বিদ ঘটিয়ে ফেলেছেন এমনই আশ্চর্য ঘটনা। বরফের ওপর দিয়ে খালি পায়ে হেঁটে নাম তুলেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
জোনাস ফেলডে সেভালড্রুড তৈরি করেছেন এই বিশ্ব রেকর্ড। ১ ঘন্টা ৪৪ মিনিট ৫৮ সেকেন্ড ধরে তিনি প্রায় অর্ধেক ম্যারাথন দৌঁড়েছেন. তবে খালি পায়ে, তাও বরফের ওপর দিয়ে। সেভালড্রুড তাঁর এই যাত্রাপথ রেকর্ড করেছেন নিজেই ক্যামেরার সাহায্যে। এরপর সেটিকে ইউটিউবে ছড়িয়ে দেন। খুব স্বাভাবিকভাবেই দ্রুত দর্শকের মন জয় করে নেয় এই ভিডিও।
এখনও পর্যন্ত আট হাজার মানুষ দেখেছেন এই ভিডিও। ইউটিউবে তিনি লেখেন I tried to beat a Wim Hof Guinness world record! This is the hardest challenge I have ever done,”।
সেভেলড্রুড জানান ক্রিস্টোফার ম্যাকডোগালের লেখা বই বর্ন টু রান তাঁকে উৎসাহ দিয়েছে, সেখান থেকে এই রেকর্ড তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি। তবে এটাও জানাচ্ছেন ফেলডে, যে বরফের ওপর দিয়ে হাঁটা বা দৌড়ানো খুব একটা কঠিন কাজ নয়। ডাচ অ্যাথলিট ইউম হফের রেকর্ড ভেঙেছেন সেভেলড্রুড। হফ বরফের ওপর হাফ ম্যারাথন ডৌঁড়েছিলেন ২ঘন্টা ১৬ মিনিট ৩৪ সেকেন্ডে। ২০০৭ সালে এই বিশ্বরেকর্ড করেন হফ।
সেভেলড্রুডের এই রেকর্ড এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুমোদন করেনি। তবে নিজের সাফল্য নিয়ে বেশ আশাবাদী এই দৌড়বিদ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.