কলকাতা : শহরে ফের শ্লীলতাহানি। এবার রিজেন্ট পার্ক থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতার প্রতিবেশী।
শোভাবাজারের পর রিজেন্ট পার্ক থানা এলাকার টালিগঞ্জ কেওড়াপুকুরে ১০ বছরের বালিকার শ্লীলতাহানির অভিযোগ। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিল সে। তখন এক প্রতিবেশী প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ।
নির্যাতিতার পরিবারের অভিযোগ , ঘরে ভিতরে একরত্তি মেয়েটিকে যৌন নিগ্রহ করে ওই প্রতিবেশী । এরপর প্রথমে চিৎকার, তারপর দৌড়ে পালিয়ে যায় সে। নিজের বাড়িতে ফিরে ঘটনাটি জানায় তাঁর মা-কে। সন্ধ্যায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের লোকেরা।
রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
তিন দিন আগে জোড়াবাগানে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ৷ গ্রেফতার হয়েছে বাড়ির কেয়ারটেকার রামকুমার৷ খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। জানিয়েছে পুলিশ৷
শুক্রবার মৃত নাবালিকার বাড়িতে গিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল৷ ওই দিন জোড়াবাগান থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও।
ঘটনা তদন্ত প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেছিলেন , ‘পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কলকাতার মতো জায়গায় সিসিটিভি নেই। অথচ মাননীয়া হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রকল্পের কথা বলেন।
তৃণমূল শাসিত রাজ্যে আসল অপরাধিকে আড়াল করতেই অন্যকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন অগ্নিমিত্রা। এখানেই শেষ নয়, ঘটনার দায় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন অগ্নিমিত্রা।
অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার দাবি, এমন ঘটনায় বিজেপি এসে রাজনীতি করছে। একেবারেই এটা করা উচিত নয়। পাশাপাশি তিনি আরও জানান, ‘জোড়াবাগানকাণ্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তদন্তের কাজ দ্রুতগতিতে এগিয়েছে।
সূত্রের খবর,ধৃত রামকুমারকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় ৷ তদন্তকারী গোয়েন্দারা ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় আদালতে৷ ধৃতকে ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে অভিযুক্তের ফাঁসির সাজা চেয়ে আবেদন শিশুর বাবার।
পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে নাবালিকার যোনিতে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। পেটে মিলেছে বিরিয়ানি ও চিপস।
উল্লেখ্য,মামার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়ে যায় ৯ বছরের এক বালিকা৷ শোভাবাজার থেকে জোড়াবাগান মামার বাড়িতে এসেছিল ওই বালিকা৷ বৃহস্পতিবার সকালে মামা বাড়ির পাশেই নাবালিকার মৃতদেহটি একটি বহুতলের সিঁড়িতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে জোড়াবাগান থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা৷ আনা হয় পুলিশের স্নিফার ডগ৷ এছাড়া ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং-ও। পরে ঘটনার তদন্তভার গিয়েছে লালবাজারের গোয়েন্দাদের হাতে।
ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুড়ি উদ্ধার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার জোড়াবাগানের ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে বিজেপি৷ প্রথমে তাদের সঙ্গে তৃণমূলের বচসা বাধে৷ তারপর উভয় দল মারপিঠে জড়িয়ে পড়ে৷ বিজেপির অভিযোগ,মাটিতে ফেলে তাদেরকে মারধর করে তৃণমূল কর্মীরা৷ রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ৷ অন্যদিকে তৃণমূলের অভিযোগ, এলাকায় এসে উত্তেজনা সৃস্টি করছিল বিজেপি কর্মীরা৷ তাদের বাধা দিলে বিজেপি কর্মীরা তৃণমূলের কর্মীদেরকে মারধর করে৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.