জয় শ্রী রাম মাস্কে আপত্তি তৃণমূলের!
ঘটনার সূত্রপাত ‘জয় শ্রীরাম' লেখা মাস্ক বিলিকে কেন্দ্র করে। সম্প্রতি চাঁপদানিতে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানকার আরএসএসের প্রভাবিত সংগঠনের তরফে এই শিবিরের আয়োজন করা হয়। স্বভাবতই সেই শিবিরে অনেকেই ‘জয় শ্রীরাম' লেখা মাস্ক পড়ে থাকে। শুধু উদ্যোক্তারা নন, যারা চক্ষু পরীক্ষা করাতে আসছিলেন সবাইকে ‘জয় শ্রীরাম' লেখা মাস্ক দেওয়া হচ্ছিল। এমন বেশ কয়েকজন ‘জয় শ্রীরাম' লেখা মাস্ক দেওয়া হয়। আর তাতেই নাকি আপত্তি শাসকদল তৃণমূলের।
আতঙ্কে বন্ধ হয় পরিষেবা
জানা যায়, ‘জয় শ্রীরাম' লেখা মাস্ক বিলি করা হচ্ছে এমন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসেন চাঁপদানি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জিতেন্দ্র সিং। কেন এমন মাস্ক বিলি করা হচ্ছে সে বিষয়ে উদ্যোক্তাদের কাছ থেকে জানতে চান। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘাতের সূত্রপাত। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিজেপির নেতা-কর্মীরা। দুপক্ষের মধ্যে বচসা পরে হাতাহাতির আকার নেয় বলে দাবি স্থানীয় মানুষজনের। কাউন্সিলর বন্দুক হাতে হুমকি দেয় বলেও অভিযোগ বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। চিকিৎসা করাতে আসা রোগী এবং ডাক্তারদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়ে যায়। বন্ধ করে দেওয়া পরিষেবা।
হঠাৎ শ্রী রাম মাস্ক বিলি করার সিদ্ধান্ত কেন?
তবে এই ঘটনার জবাব কার্যত গান্ধিগিরি স্টাইলে দিতে চান স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের দাবি, যখন শ্রী রামে আপত্তি তখন রামের নামেই জবাব দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় বিজেপি। গোলমালের জবাব দিতে বুধবার থেকে চাঁপদানিতে ‘জয় শ্রীরাম' মাস্ক বিলির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলের পক্ষে জানানো হয়েছে, এর জন্য ৫০ হাজার মাস্ক তৈরি করা হচ্ছে। এলাকার প্রত্যেকটি জায়গায় এই মাস্ক দেওয়া হবে বলে দাবি বিজেপির। তাঁদের দাবি, রামের নামে ভয় পাচ্ছে তৃণমূল। আর তাই যেখানেই রাম নাম নেওয়া হচ্ছে সেখানেই শাসকদল হুমকি দিচ্ছে বলে দাবি বিজেপির।
রাম নয়, উন্নয়নের নামে হোক লড়াই
তবে স্থানীয় তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন, রাজনীতির মধ্যে ভগবান নিয়ে আসা ঠিক নয়। লড়াই হোক উন্নয়নের নামে। বিগত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন আর মোদী যা করেছেন সেই তুলনা করা হোক। তাহলেই বোঝা যাবে কি হয়েছে। শুধুমাত্র ভগবানের নামে ভোট বৈতরণী বিজেপিতে পাড় হতে চাইছে বলে দাবি তৃণমূলের। ভোট বাক্সে মানুষ ঠিক এর জবাব দেবে বলেই দাবি দিলীপের। তিনি বলেন, ‘‘ওঁরা কোনও কর্মসূচি নিতেই পারেন। তবে এতে তৃণমূলের কিছু বলার নেই বলেই দাবি দিলীপের।
বিধানসভাতেও রাম নাম!
ভিক্টোরিয়ার ঘটনার পর থেকেই বঙ্গ রাজনীতিতে রাম-নামের বাড়বাড়ন্ত আরও বেড়েছে। গত লোকসভা নির্বাচনের আগে একাধিকবার জয় শ্রী রাম স্লোগান শুনলেই রেগে যাওয়ার ছবি কিংবা ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। কিন্তু সাম্প্রতিক কালে এমন ঘটনা এখা যায়নি। কিন্তু ভিক্টোরিয়া কান্ডের পর ফের রাজ্য-রাজনীতিতে শ্রী রাম স্লোগান। গত কয়েক সপ্তাহে একাধিক শ্রী রাম স্লোগান দিয়ে বিধানসভা অধিবেশন বয়কট করেছে বিজেপির বিধায়করা। এমনকি, সম্প্রতি বাজেট পড়া কালীন মুখ্যমন্ত্রীর সামনেই ওঠে শ্রী রাম স্লোগান। আর এই স্লোগান এবং মুখ্যমন্ত্রীর আপত্তিকেই এবার বিধানসভা ভোটের আগে ইস্যু করতে চায় বিজেপি। আর তাই রাজ্য নেতারা তো বটেই, বঙ্গ সফরে এসে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও মমতার আপত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি, হলদিয়াতেও মোদীর ভাষণে ছিল রামের নাম।