স্বাভাবিকে থেকে নিচে তাপমাত্রা
আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় খুব হাল্কা বৃষ্টি হয়েছে। এছাড়া রাজ্য জুড়েই আবহাওয়া শুকনো। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় তাপমাত্রা অনেকটাই কমে যায়। যা ছিল স্বাভাবিকের থেকেও কম। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে ছিল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। সমতলে রায়গঞ্জের তাপমাত্রা ছিল সব থেকে কম, ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণভাবে ফেব্রুয়ারির এই সময়ে ন্যূনতম তাপমাত্রা থাকে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস। সেটাই এই সময়ের জন্য স্বাভাবিক। কিন্তু এবার তা হয়নি। এখনও তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে নিচে। তবে বুধবারের পরে তা স্বাভাবিক হতে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও বড় পরিবর্তন হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে। পাশাপাশি বড় রকমের কুয়াশার কোনও সতর্কবার্তাও নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১২.১ (১৪.৫)
বালুরঘাট ১১.২ (১১.২ )
বাঁকুড়া ১২.৩ (১৪.৪)
ব্যারাকপুর ১১.৪ (১৫.৭)
বহরমপুর ১৩ (১২.৬)
বর্ধমান ১৪ (১৬.৪)
ক্যানিং ১৩.৬ (১৬.৪)
কোচবিহার ৯.৩ (৯.৭)
দার্জিলিং ৪.৪ (৩.৪)
দিঘা ১৩.৩ (১৫.৪)
কলকাতা ১৫.১ (১৬.২)
মালদহ ১৪.৪ (১৫.১)
পানাগড় ১১.৩ (১৩.৩)
পুরুলিয়া ১০.১ (১৩.১)
শিলিগুড়ি ৭.৯ (৮)
শ্রীনিকেতন ১০.৯ (১৪)