পানাজি: তারকাখোচিত মুম্বইয়ের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও এভাবে শূন্য হাতে ফিরতে হবে এফসি গোয়াকে? ৯০ মিনিটে মুম্বইয়ের হয়ে রাওলিন বোর্জেসের তৃতীয় গোলটার পর এমনটা ভেবেই হা-হুতাশ করছিলেন ফুটবলপ্রেমীরা। এরইমধ্যে ৯২ মিনিটে সেভিয়ার গামার পরিবর্তে আস্তিনের শেষ তাসটাকে নামিয়ে দিলেন গোয়া কোচ জুয়ান ফেরান্দো। আর শেষ বাঁশি বাজার আগে আস্তিনের শেষ তাসটাই রুদ্ধশ্বাস ম্যাচে সমতা ফিরিয়ে এক পয়েন্ট এনে দিল ফেরান্দোকে। তাসটা আর কেউ নন ২২ বছরের প্রতিশ্রুতিমান ভারতীয় স্ট্রাইকার ইশান পান্ডিতা।

৯৬ মিনিটে (৯০+৬) এদু বেদিয়ার ডানপ্রান্তিক ক্রস থেকে সমতা ফেরানোর হেডটার ক্ষেত্রে বোধহয় গত কয়েক মরশুমে স্পেনের মাটিতে সঞ্চয় করা অভিজ্ঞতার সবটা উজাড় করে দিলেন পান্ডিতা। সেইসঙ্গে দলকে মূল্যবান একপয়েন্ট এনে দিয়ে তিনে তুলে নিয়ে এলেন লোর্কা থেকে চলতি মরশুমে এফসি গোয়ায় যোগ দেওয়া তরুণ ভারতীয় স্ট্রাইকার। সোমবার আরব সাগরের তীরে আইএসএলের পশ্চিমী ডার্বি নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচের শিরোপা ছিনিয়ে নেবে। কিন্তু ৪৫ মিনিটে গ্ল্যান মার্টিন্সের বিশ্বমানের দূরপাল্লার শটটা জালে জড়ানোর আগে অবধি তেমনটা একেবারেই মনে হয়নি।

কারণ ২৬ মিনিটের মধ্যেই দু’গোলে এগিয়ে গিয়েছিল সার্জিও লোবেরার মুম্বই সিটি এফসি। প্রথম দল হিসেবে খাতায়-কলমে প্লে-অফ নিশ্চিত করা যেন তখন সময়ের অপেক্ষা আইল্যান্ডারদের জন্য। ২০ মিনিটে খেলার গতির বিরুদ্ধে এদিন প্রথম গোলটি হুগো বোউমাসের। গোয়ার প্রতিহত আক্রমণ থেকে বল ধরে তা ফরাসি মিডফিল্ডারের জন্য বাড়িয়ে দেন অ্যাডাম লে ফন্ড্রে। মাঝমাঠ থেকে সেই বল ধরে দৌড়ে বিপক্ষ এক ডিফেন্ডারকে পরাস্ত করেন বোউমাস। এরপর গোয়া গোলরক্ষক ধীরজকে পরাস্ত করে ফাঁকা গোলে বল ঠেলে ১-০ করেন লোবেরার প্রিয় ছাত্র।

২৬ মিনিটে বিপিনের কর্নার থেকে হার্নান সান্তানার ক্লোজ রেঞ্জ হেডার দারুণ ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন ধীরজ। কিন্তু ফিরতি বল লুপিং হেডারে জালে রেখে ব্যবধান ২-০ করেন ফন্ড্রে। তবে জোড়া গোলে পিছিয়ে পড়েও হতোদ্যম হননি গোয়ার ফুটবলাররা। ৩৪ মিনিটে সেরিটনের ক্রস থেকে আঙ্গুলোর ড্রপ হেডার অমরিন্দর বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে সেভ না করলে তখনই ব্যবধান কমিয়ে নিত গোয়া। সেই ব্যবধান গোয়া কমায় প্রথমার্ধে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। ২০ গজ দূর থেকে গ্ল্যানের নেওয়া শট ক্রসবারে লেগে গোলের ঠিকানা খুঁজে নেয়।

বিরতির পর আক্রমণাত্মক মেজাজেই শুরু করে গোয়া। মিনিট পাঁচেকের মধ্যে ম্যাচে সমতাও ফিরিয়ে আনে। আলবার্তো নগুয়েরার ডানপ্রান্তিক ক্রস অফসাইডের ফাঁদ এড়িয়ে দুরন্ত হেডারে জালে জড়িয়ে দেন ইগর আঙ্গুলো। এরপর ভাগাভাগি করেই চলছিল আক্রমণের পালা। ৮০ মিনিটে বোউমাসের ক্রস গোল থেকে হ্যান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়ে পায়ে-বলে সংযোগ করতে ব্যর্থ হন রাওলিন। তবে ৯০ মিনিটে রাওলিনের গোলেই ম্যাচে এগিয়ে যায় আইল্যান্ডাররা। বোউমাসের ফ্রি-কিক জালে জড়িয়ে কিছুটা প্রায়শ্চিত্ত করেন বোর্জেস।

কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড দূরে দাঁড়িয়ে বেদিয়ার ক্রস থেকে পান্ডিতার হেড তিন পয়েন্টের স্বপ্ন বানচাল করে লোবেরার দলের। তবে ড্র করেও প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে ফেলে মুম্বই। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল মুম্বই। কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে মঙ্গলবার হাবাসের দল জিতলে ব্যবধানটা কমে দাঁড়াবে এক পয়েন্টের। অন্যদিকে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে উঠে এল ফেরান্দোর দল।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।