'আমি ডেরেকের কথা শুনছিলাম'
এদিন ভাষণে প্রধানমন্ত্রী বললেন, 'আমি ডেরেকের কথা শুনছিলাম৷ ভালো ভালো শব্দের প্রয়োগ করছিলেন৷ তিনি বাংলার কথা বলছেন নাকি দেশের কথা বুঝতে পারছিলাম না। দেশের কোনও নাগরিক এর উপর ভরসা করবেন বলে আমার মনে হয় না। লোকতন্ত্র নিয়ে প্রচুর উপদেশ দেওয়া হয়েছে।'
আমরা নেতাজির আদর্শকে ভুলে গিয়েছি
তিনি আরও বলেন, 'আমাদের লোকতন্ত্র কোনওভাবে পশ্চিমী নয়৷ প্রাচীন ভারতে ৮১ গণতন্ত্রের কথা আমরা শুনতে পাই৷ ভারতের রাষ্ট্রবাদ সংকীর্ণ, স্বার্থপর নয়৷ আমরা নেতাজির আদর্শকে ভুলে গিয়েছি। এই দেশ লোকতন্ত্রের জননী। বিরোধ করার অনেক বিষয় আছে। কিন্তু এমন কিছু করবেন না যাতে দেশের মনোবল ভেঙে যায়।'
কৃষক আন্দোলনের পিছনের কারণ কী?
এদিকে কৃষি আইন ইস্যুতে মোদী বলেন, 'সবাই কৃষক আন্দোলন নিয়ে কথা বলছে কিন্তু এর পিছনের কারণটা কেউ বলছে না। সম্মাননিধি প্রকল্পে কৃষকরা লাভবান হয়েছেন। সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। বাংলা এর বিরোধিতা না করলে সংখ্যাটা বাড়ত। কেন্দ্রের প্রকল্প, নীতির জন্য ছোট কৃষকরা কেন্দ্রে রয়েছে। ২০১৪ সালের পর ছোট কৃষকদের জন্য ফসল বীমার সুযোগ বাড়ানো হয়েছে।'
বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযান আমাদের দেশে চলছে
করোনা টিকাকরণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযান আমাদের দেশে চলছে। যে দেশকে তৃতীয় বিশ্বের মধ্যে ফেলা হয় সেই দেশ মানুষের কল্যাণে ভ্যাকসিন তৈরি করেছে৷ আমাদের এজন্য গর্ব করা উচিত। এর জন্য আমাদের গর্ব করা উচিত। আমাদের কোরোনা যোদ্ধারা নিজেদের দায়িত্ব পালন করেছেন।'
স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে হবে
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'এই লড়াই জয়ের শ্রেয় কোনও ব্যক্তি বা দলের নয়, এই দেশের। এই দেশের দরিদ্র ব্যক্তিরাও এই লড়াইয়ে সামিল হয়েছেন। ভারত দেশের নাগরিকদের বাঁচাতে এক অজানা শত্রুর সঙ্গে লড়েছে। বিশ্বের যে কোনও সমস্যার সমাধানে সক্ষম ভারত। আজ পুরো বিশ্বের নজর ভারতের উপর রয়েছে। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে হবে।'