চেন্নাই: এভাবেও ফিরে আসা যায়! প্রথম ইনিংসে রানের পাহাড় গড়া ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে দু’শো রানের গণ্ডি ছুঁতে দিলেন না ভারতীয় বোলাররা৷ রবিচন্দ্রন অশ্বিনের ভেল্কিতে ১৭৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস৷ ফলে চিপকে ভারতের টার্গেট ৪২০ রান৷

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫৭৮ রান তুললেও দ্বিতীয় ইনিংসে শুরুটাই বলে দিয়েছিল কেমন হবে৷ দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ অফ-স্পিনার অশ্বিনের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন কোহলি৷ প্রথম বলেই ররি বার্নসে প্যাভিলিয়নে পথ দেখিয়ে অশ্বিন বুঝিয়ে দিয়েছিলেন দিনটা আজ তাঁরই৷ ১৮ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬১ রান খরচ করে অশ্বিন তুলে নেন ৬টি উইকেট৷ ছাড়া শাহবাজ নাদিম দু’টি এবং জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা একটি করে উইকেট নেন৷

তামিল এই অফ-স্পিনারের ভেল্কিতে দু’শো রানের আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড৷ প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের শাসন করেছিলেন ইংরেজ ব্যাটসম্যানরা৷ যাতে নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন স্বয়ং৷ অধিনায়ক জো রুটের দুরন্ত ডাবল সেঞ্চুরিতে ভারতের সামনে বড় রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড৷ রুটের ২১৮ রান ছাড়া বেন স্টোকসের ও ডম সিবলের হাফ-সেঞ্চুরিতে ৫৭৮ রান তুলেছিল ইংল্যান্ড৷

বিস্তারিত আসছে…

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।