চেন্নাই টেস্টে বাগে পেয়েও ভারতকে ফলো অন করাল না ইংল্যান্ড। বোলারদের কিছুটা বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত জো রুটদের। ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে আজ চতুর্থ দিনে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৩৭ রানে। ২৪১ রানের লিড পায় ইংল্যান্ড। এদিন প্রথমে রবিচন্দ্রন অশ্বিনকে ফেরান জ্যাক লিচ, অশ্বিন করেন ৩১। এরপর থেকে টেল এন্ডারদের কেউ ওয়াশিংটন সুন্দরকে ভরসা দিতে পারেননি। লিচের বলে শাহবাজ নাদিম ফেরেন শূন্য রানে।
ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহ জেমস অ্যান্ডারসনের শিকার। ১৩৮ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন সুন্দর। এটি তাঁর কেরিয়ারের সেরা রান। মেরেছেন ১২টি চার ও ২টি ছক্কা। ডম বেস পেয়েছেন চার উইকেট। অ্যান্ডারসন, আর্চার ও লিচ পেয়েছেন দুটি করে উইকেট। ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই আউট হন ররি বার্নস, অশ্বিনের শিকার হন তিনি। অশ্বিনের প্রথম ওভারের পর দ্বিতীয় ওভার শাহবাজ নাদিমকে দিয়ে করান ভারত অধিনায়ক বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২ ওভারে ১ উইকেটে ১।