করোনার সংক্রমণ কমে ১০০-র সামান্য উপরে, বাংলায় দ্রুত কমছে সক্রিয়ের সংখ্যা

বাংলায় করোনার ক্ষমতা লোপ পাচ্ছে ক্রমশ। সোমবার করোনা সংক্রমণ মাত্র একশোর সামান্য উপরে। করোনা সক্রিয়ের সংখ্যাও দ্রুত কমছে। এদিনের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত মাত্র দু-জন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুহার নিয়ন্ত্রণেও স্বস্তির ছবি ফিরেছে বাংলায়। করোনা সুস্থতার হার তিনশোর সামান্য নিচে।

Positive News : রাজ্যে নতুন করে সুস্থের সংখ্যা বাড়ল ২৮৯ জন

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭১ হাজার ৩৭১ জন। এদিন ১১৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ৪৯০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২০৯। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭১ হাজার ৪৯০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৪ হাজার ৬৩২ জন। এদিন ১৬২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৭৯ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৫৬ হাজার ৬৪৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৪০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮১ লক্ষ ৬৭ হাজার ৮২৮ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯০৭৫৪। এদিন টেস্টিং হয়েছে ১৭১১৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.০০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৮২১৩। এদিন ৩৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২২১৭০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২ জন বেড়ে হয়েছে ৩৭০৪৪। হাওড়ায় আক্রান্ত ৩৫৫৯৬। এদিন আক্রান্ত হয়েছেন ৩ জন। হুগলিতে ৪ জন বেড়ে আক্রান্ত ২৯৪৯৬ জন।

More CORONAVIRUS News