আইএসএল ২০২১: গোলশূন্য ড্র করল হায়দরাবাদ এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড

হায়দরাবাদ ও নর্থ ইস্ট এফসি-র মধ্যে ম্যাচ গোলশূন্য ড্র হল। দুটি দলই ১৬টি করে ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পেয়ে রয়েছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় হায়দরাবাদ তৃতীয় স্থানে ও নর্থ ইস্ট ইউনাইটেড চতুর্থ স্থানে রয়েছে।

এদিন আইএসএলের সপ্তম মরশুমের ৮৬তম ম্যাচ ছিল। তবে ম্যাচ ড্র করে দুই দল একটি করে পয়েন্ট ঘরে তুলেছে। প্রথম অর্ধ গোলরহিত শেষ হয়। কারণ কোনও দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তবে প্রথমার্ধে বল পজেশনে হায়দরাবাদ এগিয়ে ছিল। মাত্র একটিই সুযোগ হায়দরবাদ পেয়েছিল তবে গোল আসেনি।

দ্বিতীয় হাফও একইভাবে শুরু হয়। ৪৯, ৫৫ ও ৫৮ মিনিটের মাথায় হায়দরাবাদ সুযোগ পায়। তবে গোলের মুখ খুলতে পারেনি। ষাট মিনিটের পর দুই দলই গোল পেতে মরিয়া হয়ে উঠে প্রথম এগারোয় পরিবর্তন করে। তবে কোনও দলই তার লাভ ওঠাত পারেনি। দ্বিতীয়ার্ধেও হায়দরাবাদ বেশ কয়েকটি হাফ চান্স পেয়েও গোল পায়নি। শেষ অবধি ম্যাচ অমীমাংসিত শেষ হয়।

আইএসএলে ১৫টি করে ম্যাচ খেলে মুম্বই সিটি এফসি ৩৩ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে ও এটিকে মোহনবাগান ৩০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

More ISL 2020 21 News