কলকাতা: বাংলায় কমেছে করোনা প্রকোপ৷ গত ২৪ ঘন্টায় মাত্র ১১৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে মাত্র ২ জনের৷ তাছাড়া আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷
সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত (COVID-19) হয়েছেন মাত্র ১১৯ জন৷ শনিবার ছিল ১৯৭ জন৷ শুক্রবার ছিল ১৯৪ জন৷ সব মিলিয়ে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৭১ হাজার ৪৯০ জন৷
রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে মাত্র ২ জনের৷ শনিবার এই সংখ্যাটা ছিল মাত্র একজনে৷ শুক্রবার ছিল ২ জন৷ তারফলে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ২০৯ জন৷ গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃতের সংখ্যা শূন্য৷ উত্তর ২৪ পরগণা ও পশ্চিম বর্ধমানে একজন করে মৃত্যু হয়েছে৷
তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহারও ৷ ৭ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১ দশমিক ৭৯ শতাংশ৷ তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যাটা কমে মাত্র ৭২৪ জন৷ হোম আইসোলেশনে ৪ হাজার ৬৫ জন৷ আর সেফ হোমে রয়েছেন মাত্র ৫ জন৷
বাংলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৭৯ জন৷ শনিবার ছিল ২৯৩ জন৷ শুক্রবার ছিল ২৯৭ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৬ হাজার ৬৪৯ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৭.৪০ শতাংশ৷
একদিনে টেস্ট হয়েছে ১৭ হাজার ১১৩ টি৷ শনিবার ছিল ২৪ হাজার ১১টি৷ শুক্রবার ছিল ২৩ হাজার ১৬৭ টি৷ ফলে মোট করোনা টেস্ট হয়েছে সাড়ে ৮১ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৮১ লক্ষ ৬৭ হাজার ৮২৮টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৯০,৭৫৪ জন৷
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৫ হাজারের নিচে৷ তথ্য অনুযায়ী,৪ হাজার ৬৩২ জন৷ শনিবার ছিল ৮৯৫ জন৷ শুক্রবার ছিল ৯৯২ জন৷ অক্টোবর ২০২০ তে করোনায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৩৭ হাজার ছাড়িয়ে গিয়েছিল৷ তিনমাস পর সেই সংখ্যাটা কমে ৫ হাজারের নিচে নেমে এল ৷ যা বাংলার স্বস্তি৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১০৩ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.