মুম্বই: বাজেটের দিন থেকে শেয়ারবাজারের উত্থান অব্যাহত। টানা ছয় দিন শেয়ার সূচক উঠে রেকর্ড উচ্চতায়। গত ছয় দিনে সেনসেক্স উঠেছে ৫০০০ পয়েন্ট। কর্পোরেট সংস্থার আয় ভালো হওয়ায় এবং সার্বিকভাবে বিশ্বের শেয়ারবাজারের অবস্থা ভালো থাকায় এ দেশের শেয়ারবাজারে সেন্টিমেন্ট ইতিবাচক ছিল। সোমবার এনএসই নিফটি ১৯১.৫৫ পয়েন্ট বা ১.২৮ শতাংশ উঠে অবস্থান করছে ১৫,১১৫.৮০ পয়েন্টে অন্যদিকে বিএসই ৬১৭ পয়েন্টে উঠে দিনের শেষে অবস্থান করছে ৫১,৩৪৮.৭৭ পয়েন্টে। সেনসেক্স এবং নিফটি উভয় সূচকই রেকর্ড উচ্চতায় রয়েছে।

সেনসেক্সে থাকা শেয়ারগুলির মধ্যে সবচেয়ে বৃদ্ধি পেয়েছে এম অ্যান্ড এম ৭ শতাংশ। অন্যদিকে বাজাজ ফিনসার্ভ, ভারতী এয়ারটেল, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, টিসিএস এবং আর আই এল বেড়েছে ১.৫-৩ শতাংশ।

টানা ছয়দিন ধরে যে সব শেয়ারের দাম বাড়ছে তাদের মধ্যে রয়েছে স্টেট ব্যাংক। বিএসই মিডক্যাপ এবং স্মল ক্যাপ সূচক বেড়েছে ১.৫ শতাংশ করে। বিশ্ববাজারে শেয়ারের দাম বেড়েছে বিশেষত তেলের দাম প্রতি ব্যারেল প্রথম এই বছরে ৬০ ডলার ছাড়িয়েছে, পাশাপাশি আশা করা হচ্ছে আমেরিকায় কোভিড-১৯ জন্য ১.৯ ট্রিলিয়ন ডলারের সহায়তা

সোমবার ইউরোপের শেয়ার উঠেছে এবং সাপ্তাহিক হিসেবে গত তিন মাসে সর্বোচ্চ অবস্থায়। এশিয়ার শেয়ার এদিন উপরে উঠতে দেখা গিয়েছে। জাপানের নিক্কি ২ শতাংশ, অস্ট্রেলিয়ার শেয়ার বাজার ০.৬ শতাংশ এবং চিনের শেয়ার বাজার ১.৩ শতাংশ উঠতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহের একেবারে শুরুতেই সোমবারে বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ওই দিন থেকে গত সপ্তাহের  পাঁচ দিনে সেনসেক্সের বৃদ্ধি হয়েছে ৪৫০০ পয়েন্ট বা ১০ শতাংশ। সেদিক থেকে ১০ এপ্রিলে শেষ হওয়া সপ্তাহের পরেই এই সপ্তাহটা সবচেয়ে ভালো। সোমবার বাজেট পেশের পর একটা ইতিবাচক পরিবেশ বিরাজ করছে শেয়ারবাজারে। শুক্রবার বাজার ওঠায়  যেমন টানা পাঁচ দিন বাজার উঠলেও  তার আগে ছয়দিন ধরে অবশ্য বাজার নেমেছিল।

 

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।