চেন্নাইয়ে ভারতের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা দিয়ে নিরাপদ জায়গায় থাকতে চাইছে ইংল্যান্ড

চেন্নাই টেস্ট কি জিতবে ইংল্যান্ড? রুটরা ইনিংস ডিক্লেয়ারের পর ভারত কি জয়ের জন্য ঝাঁপাবে, নাকি ড্র রেখেই সন্তুষ্ট থাকবে? কত রানের টার্গেট তাড়া করতে হবে ভারতকে? ২৪১ রানে এগিয়ে থেকেও ইংল্যান্ড ভারতকে ফলো অন না করানোর পর থেকে এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।

লাঞ্চের সময় ভিভিএস লক্ষ্মণ যেমন বলছিলেন, আমি অবাক হয়েছি জস বাটলারকে ওপেন করতে না দেখে। বরং প্রশংসা করব অশ্বিনকে বোলিং ওপেন করিয়ে শুরু থেকেই বিরাট কোহলি স্পিনারদের আক্রমণে আনায়। ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনেনি ইংল্যান্ড। চতুর্থ দিনের উইকেট। ফলে ইংল্যান্ডকে সহজে রান তোলার রাস্তা না দিতে সঠিক পদক্ষেপই করেছেন ভারত অধিনায়ক। ৪০০ বা তার আশেপাশে রান ইংল্যান্ডের পক্ষে নিরাপদ হতে পারেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২৪১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়ে চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর পাঁচ উইকেটে ১১৯। পোপ ১৮ ও বাটলার ১৪ রানে অপরাজিত আছেন। প্রথম বলেই বার্নসকে ফেরান অশ্বিন। দ্বিতীয় সেশনে ভারতীয় বোলাররা ইংল্যান্ডের আরও পাঁচটি উইকেট তুলে নিয়েছেন। অশ্বিনের বলে পূজারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডম সিবলে. ব্যক্তিগত ১৬ রানে। ১৮ রানে ড্যান লরেন্স টেস্টে ইশান্ত শর্মার ৩০০তম শিকার। ৩২ বলে ৪০ রান করে বুমরাহ-র বলে লেগ বিফোর হন ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ক রুট। অশ্বিনের বলে ব্যক্তিগত ৭ রানে কট বিহাইন্ড হন বেন স্টোকস।

ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন ইশান্ত শর্মা। তিনি ছাড়াও যে ভারতীয় ক্রিকেটাররা এর আগে ৩০০ বা তার বেশি উইকেট পেয়েছেন তাঁরা হলেন কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং, জাহির খান ও রবিচন্দ্রন অশ্বিন। কুম্বলের মোট উইকেটসংখ্যা ৬১৯। তারপর রয়েছেন কপিল (৪৩৪), হরভজন (৪১৭)। চলতি সিরিজে অশ্বিনের ৪০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে তার আগে এক অনন্য নজির গড়েছেন তিনি। আজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই বার্নসকে প্যাভিলিয়নে ফেরান অশ্বিন। তিনিই হলেন প্রথম ভারতীয় স্পিনার যিনি কোনও ইনিংসের প্রথম বলেই বিপক্ষের উইকেট তুলে নিলেন। দুই ইনিংসে এখনও অবধি তিনটি করে উইকেট পাওয়ায় ৭৫টি টেস্টে অশ্বিনের উইকেট-সংখ্যা দাঁড়িয়ে ৩৮৩-তে। এর আগে, ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫৭৮ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। ৮৫ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর। তবে উইকেট যেভাবে আচরণ করছে তাতে চতুর্থ ইনিংসে ভারতের কাজ খুব একটা সহজ হবে না বলেই মত বিশেষজ্ঞদের।

আইসিসি-র গ্লোবাল পার্টনার হল ভারতের এই সংস্থা, চুক্তি তিন বছরের

More INDIA VS ENGLAND 2021 News