খলিস্তানি–পাকিস্তান মদতপুষ্ট ১,১৭৮টি অ্যাকাউন্টকে কেন্দ্র ব্লক করার নির্দেশ দিল টুইটারকে

দিল্লিতে লাগাতার চলা কৃষক প্রতিবাদের জেরে কেন্দ্র সরকারের রীতিমতো নাভিশ্বাস উঠছে। একে তো দেশের বাইরে এই আন্দোলনের আঁচ গিয়ে পৌঁছেছে আন্তর্জাতিক মহলেও। যাতে আরও অস্বস্তি বেড়েছে সরকারের। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিদেশি অপপ্রচারে যেন কেউ পা না দেয়। এরই মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রের তরফ থেকে টুইটারকে নির্দেশ দেওয়া হয়েছে খলিস্তানি সহানুভূতিশীল বা পাকিস্তানের মদত রয়েছে এমন ১,১৭৮টি টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার। কারণ এই টুইটারগুলি কৃষক প্রতিবাদকে উস্কানির হাওয়া দিচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে যে এর আগে কেন্দ্র সরকার টুইটারকে ২৫৭টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছিল। সূত্রের খবর, টুইটার আইটি আইনের ধারা ৬৯এ–এর অধীনে প্রদত্ত নির্দেশাবলী মেনে চলেনি। স্বরাষ্ট্র মন্ত্রক ও সুরক্ষা সংস্থাগুলির থেকে পাওয়া উপদেশ অনুযায়ী এই নতুন দাবি জানিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক। যদিও এই দাবি প্রসঙ্গে টুইটারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

সূত্রের খবর, টুইটারকে কেন্দ্র নির্দেশ দিয়েছে, '‌খলিস্তানি সহানুভূতিশীল বা পাকিস্তানের মদত রয়েছে এমন অ্যাকাউন্টগুলি বা বিদেশি জঙ্গিরা পরিচালনা করছে সেরকম অ্যাকাউন্টগুলি ব্লক করার নির্দেশ দেওযা হয়েছে। এই অ্যাকাউন্টগুলির মধ্যে অনেকগুলি স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট রয়েছে যা কৃষকদের প্রতিবাদ নিয়ে ভুল তথ্য এবং উত্তেজক বিষয়বস্তু ভাগ করে নেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল।’‌ এইসব অ্যাকাউন্টগুলির ক্রিয়াকলাপ দেশের একাংশে চলতে থাকা কৃ্যক প্রতিবাদের ওপর প্রভাব পড়ার পাশাপাশি সাধারণের কাছে হুমকিও হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে সরকার মনে করছে। সরকার কড়াভাবে টুইটারকে এও জানিয়েছে যদি এই নির্দেশের অমান্য করা হয় তবে সাত বছরের জেল ও সংস্থাকে মোটা টাকার জরিমানাও করা হতে পারে।

ফেব্রুয়ারিতে জারি করা প্রথম বিজ্ঞপ্তিতে তথ্য প্রযুক্তি মন্ত্রক বলেছিল যে '‌টুইটার একটি মধ্যস্থতাকারী এবং তারা সরকারের নির্দেশনা মানতে বাধ্য। তা করতে অস্বীকার করলে শাস্তি ব্যবস্থকে আমন্ত্রণ জানাবে তারা।’‌ যদিও টুইটার বলেছিল যে তাদের দ্বারা প্রেরিত টুইটগুলি '‌নিরপেক্ষ বক্তব্য এবং সংবাদ বিজ্ঞাপণীয়’‌ গঠনের কারণে তারা বেশিরভাগ অ্যাকাউন্টকে আনফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে।

শুভেন্দুর অভিযোগ 'মানলেন' মমতা, বিধানসভায় দিলেন জবাব

More FARMERS PROTEST News